কলকাতা, 30 জুলাই : লকডাউনে যখন শহর থমকে তখন গতি বেড়েছে কলকাতার নিকাশির কাজে । কোরোনা প্রতিরোধে রাজ্যে নতুন করে প্রক্ষিপ্ত লকডাউনের ঘোষণা হয়েছে । এই সুযোগকে কাজে লাগিয়ে কলকাতার হাইড্রেনগুলির পলি তোলার কাজ করল পৌরনিগম ।
লকডাউনে থমকে কলকাতা, গতি বেড়েছে নিকাশির কাজে - কলকাতার নিকাশি ব্যবস্থা
কোরোনা প্রতিরোধে রাজ্যে নতুন করে প্রক্ষিপ্ত লকডাউনের ঘোষণা হয়েছে । এই সুযোগকে কাজে লাগিয়ে কলকাতার হাইড্রেনগুলির পলি তোলার কাজ করল পৌরনিগম ।
অন্য সময় শহরের রাস্তায় ডিসেল্টিং মেশিন নামিয়ে ভূগর্ভস্থ নালা সাফাইয়ে সমস্যায় পড়তে হয় পোরকর্মী ও ইঞ্জিনিয়রদের । লকডাউনে রাস্তা খালি থাকায় সহজেই ডিসেল্টিং মেশিন ব্যবহার করে নিকাশির কাজ করা গিয়েছে । যানজট না থাকায় শহরের ম্যানহোলগুলিও পরিষ্কার করা গিয়েছে । বুধবার উত্তর কলকাতায় মানিকতলা, হাতিবাগান, শ্যামবাজার, আমহার্ট স্ট্রিট, গিরিশ পার্ক, বড়বাজার ও বউবাজারে নিকাশির কাজ হয় ৷ অন্যদিকে, দক্ষিণ কলকাতার যাদবপুর, বেহালা, হাজরা ও টালিগঞ্জ এলাকায় ম্যানহোল খুলে পলিমাটি পরিষ্কার করেন পৌরকর্মীরা ।
কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য তারক সিং জানিয়েছেন, প্রতিদিনই শহরে 144 টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় ভূগর্ভস্থ নালার নিকাশির কাজ হয় । প্রতিদিন একটি করে ডিসেল্টিং মেশিনের ব্যবহারে শহর পরিষ্কারের কাজ চলে ৷ প্রতি ঘণ্টায় কাজের ছবি তুলে পাঠাতে হয় কর্মীদের । তবে লকডাউনে রাস্তায় যানবাহন না থাকায় নিকাশির কাজ সহজে হয়েছে ৷