পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা ভাইরাসের জেরে সতর্কতা একাধিক প্রতিষ্ঠানে, জারি বিধিনিষেধ - করোনা ভাইরাস

কিছুদিন আগে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করার নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর। এবার কোরোনা ভাইরাসের জেরে সতর্ক একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। জারি করল একাধিক বিধিনিষেধ ।

Corona Virus
করোনা ভাইরাসের জেরে সতর্ক একাধিক শিক্ষা প্রতিষ্ঠান

By

Published : Mar 13, 2020, 6:47 PM IST

কলকাতা, 13 মার্চ : কোরোনা ভাইরাসের জেরে সতর্ক একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। জারি করল একাধিক বিধিনিষেধ । আজ সাউথ পয়েন্ট স্কুলের তরফ থেকে কোরোনা ভাইরাসের কারণে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মূলত, পড়ুয়াদের বড় জমায়েত হয় এমন কোনও অনুষ্ঠান তাঁরা আপাতত বাতিল করে দিয়েছেন । পাশাপাশি, অভিভাবকদের বলা হয়েছে পরীক্ষার পর প্রয়োজন ছাড়া বাচ্চাদের স্কুলে পাঠাতে নিষেধ করা হয়েছে।

সাউথ পয়েন্ট স্কুলের জুনিয়র ও হাইস্কুল দুটি সেকশনে পড়ুয়াদের বড় জমায়েত হয় এমন অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তার মধ্যে বিভিন্ন ক্লাসের রিপোর্ট কার্ড পড়ুয়া ও অভিভাবকদের হাতে তুলে দেওয়ার অনুষ্ঠান, বার্ষিক অনুষ্ঠানের মতো একাধিক অনুষ্ঠান রয়েছে। এছাড়া, পরীক্ষার সময় অভিভাবকদের স্কুলের তরফে SMS করে বলা হয়েছে, অসুস্থ বাচ্চাকে স্কুলে না পাঠাতে। অভিভাবকদের বলা হয়েছে প্রয়োজন না হলে পরীক্ষার পরে বাচ্চাদের স্কুলে না পাঠাতে ।

করোনা ভাইরাসের জেরে সতর্ক একাধিক শিক্ষা প্রতিষ্ঠান

দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক 19 মার্চ পর্যন্ত বন্ধ । শুধুমাত্র পরীক্ষা চলছে । স্কুলের প্রতিটি ফ্লোরেই পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার রাখা হয়েছে। এ ছাড়া, সচেতনতামূলক প্রচারও করা হচ্ছে। এই ধরনের আরও বেশকিছু বেসরকারি স্কুলেও সচেতনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । অন্যদিকে, কোরোনা আতঙ্কে আগামী 31 মার্চ পর্যন্ত ক্লাস বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়ে দিয়েছে অ্যামিটি বিশ্ববিদ্যালয় । এই মর্মে তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করেছে।

হোটেল ম্যানেজমেন্ট একটি কলেজের নলেজ ক্যাম্পাসেও মঙ্গলবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে । কিছুদিন আগে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করার নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর। এই নির্দেশ অনুযায়ী, কোরোনা নিয়ে প্রতি স্কুলে দুটি করে পোস্টার বাধ্যতামূলক। সেই পোস্টারও দপ্তর থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে সব জেলায়। এ ছাড়া, লিফলেট বিলিও করতে বলা হয়েছে দপ্তরের তরফ থেকে। বিদেশি পড়ুয়াদের জন্য একাধিক বিধিনিষেধ জারি করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

ABOUT THE AUTHOR

...view details