কলকাতা, 11 অক্টোবর:দশমীর দিন জলপাইগুড়িতে মাল নদীতে হড়পা বাণের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 8 জনের ৷ তারমধ্যেই আবার দুর্ঘটনা গঙ্গা পাড়ে ৷ ঘটনাস্থল কলকাতার গঙ্গা নদীর নিমতলা ঘাট সংলগ্ন এলাকা ৷ সেলফি তুলতে গিয়ে তলিয়ে গেল 5 যুবক ৷ সোমবার গভীর রাতে মৃতদেহ সৎকারে এসেছিল তাঁরা ৷ স্থানীয়দের তৎপরতায় এবং মাঝিদের সাহায্যে ওই পাঁচজনের মধ্যে থেকে দু'জনকে উদ্ধার করা হয় । তবে ডুবুরি নামিয়েও রাতভর পর্যন্ত ভেসে যাওয়া বাকি তিন যুবকের খোঁজ পাওয়া যায়নি । উত্তর বন্দর থানা সূত্রে জানা গিয়েছে, এই পাঁচজন যুবক প্রত্যেকেই বেলেঘাটার বাসিন্দা (Youths drowned in river Ganges in Kolkata) ৷
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ওই 5 যুবক মৃতদেহ সৎকারে এসেছিল ৷ সৎকারের পর তাঁরা নিমতালার গঙ্গার ঘাটে বসেছিলেন ৷ পুলিশের পক্ষ থেকে গঙ্গায় বাণ আসার খবর মাইকিং করা হচ্ছিল ৷ তাতেও আমল দেননি ওই যুবকরা ৷ তাঁরা সেলফি তুলতেই ব্যস্ত ছিলেন ৷ সেই সময়ই হঠাৎই গঙ্গায় বাণ আসে ৷ বাণের ধাক্কা সামলাতে না পেরে ভেসে যান তাঁরা ৷ স্থানীয় কয়েকজন ও মাঝিদের তৎপরতায় দু‘জনকে উদ্ধার করা হয়েছে ৷ নিখোঁজ 3 জনের খোঁজে তল্লাশি চলছে ৷ নামানো হয়েছে ডুবুরি ও স্পিডবোর্ডও ৷ খোঁজের খোঁজ শুরু করেছেন কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা কর্মীরা ৷