কলকাতা, 19 অগস্ট: রাজ্যের একাধিক প্রকল্প ও কর্মসূচি এবার প্রসংশিত হল সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে ৷ এই প্রকল্প ও কর্মসূচিগুলিকে একটি সম্মাননা প্রদান অনুষ্ঠানের জন্য বাছাইও করা হয়েছে ৷ শুক্রবার এক টুইট বার্তায় এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) ৷
রাজ্যের এই কর্মসূচিগুলির মধ্যে রয়েছে দুয়ারে ত্রাণ ও দুয়ারে সরকার (Duare Sarkar and Duare Tran) ৷ সূত্রের খবর, এই কর্মসূচিগুলি বিশেষজ্ঞদের নজর কেড়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে একের পর এক প্রকল্প বিভিন্ন সময়ে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসা কুড়িয়েছে । এবার সেই তালিকাতেই নয়া সংযোজন ৷