পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Covid Scare among Kolkata Police : করোনায় কাবু কলকাতা পুলিশ, আক্রান্ত 121 জন কর্মী - করোনায় কাবু কলকাতা পুলিশ

কোভিড সংক্রান্ত বিধিনিষেধ চালু হলেও রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ ৷ উদ্বেগ বাড়িয়ে তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছেন প্রথমসারির যোদ্ধারা ৷ ইতিমধ্যেই সংক্রমিত হয়েছেন কলকাতা পুলিশের 121 জন (Covid Scare among Kolkata Police) ৷

Covid Scare among Kolkata Police
করোনায় কাবু কলকাতা পুলিশ, আক্রান্ত 121 জন কর্মী

By

Published : Jan 4, 2022, 11:03 PM IST

কলকাতা, 4 জানুয়ারি : করোনার থাবায় কাবু কলকাতা পুলিশ ৷ আজ সকাল পর্যন্ত কলকাতা পুলিশে করোনা আক্রান্ত পুলিশকর্মী সংখ্যা ছিল 83 । সন্ধ্যার পর সেই সংখ্যা বেড়ে দাঁড়াল 121-এ । অর্থাৎ, এই মুহূর্তে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, অতিরিক্ত অফিসার ইনচার্জ-সহ মোট 121 জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হলেন (Corona Spread in Kolkata Police) ৷

আজ কলকাতা পুলিশের ডিসিডিডি স্পেশাল দেবস্মিতা দাস করোনা পজিটিভ রিপোর্ট আসে । ইতিমধ্যেই কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাগারিয়া করোনার কবলে পড়েছেন । কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল নির্দেশ দিয়েছেন যাতে ডিউটিতে থাকলেও প্রত্যেক পুলিশকর্মী সামাজিক দূরত্ব বজায় রাখেন ৷ ইতিমধ্যেই করোনায় আক্রান্ত পুলিশকর্মীরা হোম আইসোলেশনে রয়েছেন । পাশাপাশি আক্রান্তদের সংস্পর্শে আসা পুলিশকর্মীদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : উত্তরবঙ্গ মেডিক্যালে করোনায় আক্রান্ত অন্তত 25

শুধু কলকাতা পুলিশই নয়, করোনা থাবা বসেছে ভবানী ভবনেও । রাজ্য পুলিশ সূত্রের খবর, সিআইডির তিনজন আইপিএস পদমর্যাদার আধিকারিকের শরীরে মিলেছে মারণভাইরাস ।

ABOUT THE AUTHOR

...view details