কলকাতা, 14 মার্চ : আবারও মা উড়ালপুলে দুর্ঘটনা (Road Accident In Kolkata)। তবে হতাহতের কোনও খবর না থাকলেও ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রবিবার রাত 12টা নাগাদ প্রগতি ময়দান থানা এলাকার মা উড়ালপুলে এই ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে পার্কসার্কাস থেকে বাইপাসের দিকে যাচ্ছিল একটি গাড়ি। গাড়িতে ছিলেন তিনবন্ধু। অভিযোগ, মা উড়ালপুলে গাড়ি সেই সময় গতি নিয়েছিল প্রায় 100 কিমি। চালক গাড়ি চালাতে চালাতেই অন্য ব্যক্তিকে ভিডিয়ো কল করতে গিয়ে সামনে চলে আসে একটি ট্যাক্সি। এরপরে ব্রেক দিলেও কাজ না হওয়াতে প্রথমে গাড়িটি তীব্র গতিতে সামনে চলা ট্যাক্সিকে ধাক্কা মারে। ট্যাক্সির গতি সেই ধাক্কা সামলাতে না পেরে তার সামনের একটি অন্য গাড়িকে ধাক্কা মারে। আর সামনের গাড়িটি সামান্য ঘুরে গিয়ে দাঁড়িয়ে পড়ে।