কলকাতা, 30 জানুয়ারি : রবিবার ছুটির দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা (Bus Accident in Kolkata) ৷ এদিন দুপুরে রাজভবনের সামনে ডরিনা ক্রসিংয়ের কাছে পার্ক সার্কাস থেকে হাওড়া বাঁকড়াগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ৷ জানা গিয়েছে, বাসটিতে বিয়েবাড়ির যাত্রীরা ছিলেন ৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাসটির গতি এতটাই বেশি ছিল যে অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সেটি উল্টে যায় ৷
বাসে মোট 60 জন যাত্রী ছিলেন । তাঁদের প্রত্যেকেরই চোট লেগেছে বলে পুলিশ সূত্রে খবর । এদের মধ্যে কমপক্ষে 12 জনের চোট গুরুতর ৷ তাঁদের হাতে, পায়ে আঘাত রয়েছে ৷ দুর্ঘটনায় আহতদের প্রথমে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । কিন্তু বাকিদের মধ্যে বেশ কয়েকজনের চোট গুরুতর হওয়ায় ওই হাসপাতালেই ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন তাঁরা । কয়েকজন আহতকে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।