কলকাতা, 27 মে : ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) শিয়ালদহ স্টেশনের কাজ প্রায় শেষের পথে ৷ শিগগিরই হয়তো চালু হয়ে যাবে ওই মেট্রো স্টেশনটি ৷ কিন্তু তার আগেই ওই স্টেশনে বিজ্ঞাপন দিতে আগ্রহী কর্পোরেট সংস্থাগুলি ৷ ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষের কাছে সেখানে ব্র্যান্ডিংয়ের জন্য উৎসাহ দেখিয়েছে ওই সংস্থাগুলি (Several Corporate Company submits Application to co brand Sealdah Metro Station) ৷ মেট্রোর এক আধিকারিকের কাছ থেকে এমনই খবর পাওয়া গিয়েছে ৷
তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে কো-ব্র্যান্ডিং-এর প্রস্তাব জানিয়ে একাধিক আবেদনপত্র এসেছে ৷ আবেদনপত্র এসেছে স্বাস্থ্যক্ষেত্র, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাংক এবং বিমা সংস্থা-সহ আরও কর্পোরেট সংস্থা থেকে । তাই এই বিষয়ে চলতি মাসেই দরপত্র প্রকাশ করেছে মেট্রোরেল । দরপত্র জমা নেওয়ার শেষ দিন আগামী 3 জুন । বিজ্ঞাপন দেওয়ার চুক্তির মেয়াদ 3 বছর ।
মেট্রো রেল যে সংস্থার সঙ্গে চুক্তি করবে, সেই সংস্থা কো-ব্র্যান্ডিং-এর অংশ হিসেবে স্টেশনের নামের শুরুতে বা শেষে তাদের নাম যুক্ত করতে পারবে । শুধু স্টেশনের নামেই নয় স্টেশনের প্রতিটি গেট, দেওয়াল, পিলার, দরজা, প্ল্যাটফর্ম চত্বরে সেই সংস্থা তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারবে ৷ সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা প্রায় 1500 স্কোয়ার ফুট জায়গা ব্যবহার করতে পারবে ।