পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Esplanade Pen Hospital : পুরনো হোক বা নতুন, অকেজো সব কলমের প্রাণ ফেরে ‘পেন হাসপাতালে’ - Esplanade Pen Hospital

সাতাত্তর বছরের পুরনো পেন হাসপাতাল (Seventy Seven Years Old Pen Hospital in Esplanade) ৷ ধর্মতলা মেট্রো স্টেশনের চার নম্বর গেট দিয়ে বেরিয়ে, বাঁ-দিকে একটি গলির মধ্যে প্রবেশ করলেই দেখতে পাওয়া যাবে এই পেন হাসপাতাল ৷ যেখানে দেশি-বিদেশি পুরনো পেন, তার প্রাণ ফিরে পায় ৷ আর এই পেন সারাইয়ের দোকানের পোশাকি নাম ‘পেন হাসপাতাল’ ৷

Seventy Seven Years Old Pen Hospital in Esplanade
অগোছালো দোকান ঘরেই লুকিয়ে পেন বা কলমের জিয়ন কাঠি

By

Published : May 10, 2022, 2:04 PM IST

কলকাতা, 10 মে : কালি কলম মন লেখে তিনজন ৷ তিন মূর্তির ত্রিবেণী সঙ্গমে ফুটে ওঠে লেখকের কল্পনা, আবেগ, দুঃখ, ভালবাসা ও বাস্তবের ছবি ৷ কিন্তু, ওই তিনজনের মধ্যে যদি কোনও একজনের তাল কেটে যায়, বেসুরো হয়ে পড়ে, তাহলে পুরোটাই ঝাপসা ৷ পেন বা কলম নামক বস্তুটি লেখকের বড় আবেগের ৷ সাধারণত আমরা পেন বা কলম খারাপ হলে তা ফেলে দিয়ে থাকি ৷ কিন্তু, নষ্ট বা বিকল কথাটি আপেক্ষিক ৷ তাই নষ্ট পেন বা কলমে প্রাণ ফিরিয়ে নিয়ে আসার মধ্যে একটা বাড়তি আনন্দ, উদ্দীপনা রয়েছে ৷ কলকাতা শহরেই রয়েছে এমন একটি দোকান এবং কারিগর, যাঁর হাত ধরে দুষ্প্রাপ্য তার যৌবন ফিরে পায় (Seventy Seven Years Old Pen Hospital in Esplanade) ৷

ধর্মতলা মেট্রো স্টেশনের চার নম্বর গেট দিয়ে বেরিয়ে, বাঁ-দিকে একটি গলির মধ্যে প্রবেশ করলেই আপনার চোখে পড়বে পেন হাসপাতাল ৷ হ্যাঁ, পেনের হাসপাতাল ! শুনতে অবাক লাগলেও বাস্তবের ছবিটাও আকর্ষণীয় ৷ ইমতিয়াজ, মধ্যবয়স্ক মানুষটির অগোছালো দোকান ঘরেই লুকিয়ে পেন বা কলমের জিয়ন কাঠি ৷ 1945 সালে ইমতিয়াজের দাদু এই পেন হাসপাতাল খুলেছিলেন ৷ সেই সময় বিদেশ থেকে আসত ওয়াটারম্যান, শেফার্ড, পিয়ার কারদা, উইলসনের মত পেন ৷ নামের বিভিন্নতার সঙ্গে প্রতিটি পেনের গঠনশৈলীতেও ছিল বৈচিত্র্য ৷ ফলে এক একটি পেনের প্রতি লেখকের আবেগ অনুভূতি ছিল ভিন্ন ৷ তাই কলমপ্রেমীদের দুঃখ লাঘব করার ভাবনা থেকেই পেন হসপিটালের যাত্রা শুরু হয়েছিল ৷

সাতাত্তর বছরের পুরনো ইতিহাসে জড়িয়ে আছে অনেক কিছু ৷ যেখানে সাধারণ মানুষ থেকে নামজাদা অধ্যাপক, লেখক তাঁদের পেনের অসুখ সারাতে ছুটে আসেন এই পেন হাসপাতালে ৷ বর্তমান সময়ে ডট পেনে লেখা দস্তুর ৷ এই সময়ে দাঁড়িয়ে ফাউটেন পেন নিয়ে আবেগের স্রোত না দেখলে বিশ্বাস করা শক্ত ৷

তেমনি পেন সারাই করাতে আসা অমৃতা ঘোষ জানান, “দেখুন ফাউটেন পেন নিয়ে আবেগ ধরে রাখার চ্যালেঞ্জ নতুনদের উপর ৷ আমার কাছে অনেকগুলো দেশি-বিদেশি পেন রয়েছে ৷ ডট পেনে আমিও লিখি ৷ কিন্তু, নিব পেনে লেখার আনন্দ আলাদা ৷ তাই পেন খারাপ হলেই ছুটে আসি পেন হাসপাতালে ৷” প্রায় একই সঙ্গে যোগ করলেন, “আমার বাবা অধ্যাপক ৷ উনি ফাউটেন পেন ছাড়া লিখতে পারেন না ৷ দেশি-বিদেশি কলমের সংগ্রহ ওনার কাছে রয়েছে ৷ আমার কাছেও আছে ৷ পেনগুলো নিয়ে আমাদের ভালবাসা রয়েছে ৷’’

অগোছালো দোকান ঘরেই লুকিয়ে পেন বা কলমের জিয়ন কাঠি

আরও পড়ুন : Drinking Water for Labours : গরমে পথচলতি মানুষের তেষ্টা মেটাতে জলসত্রের ব্যবস্থা তৌসিফ রহমানের

গোটা তিনেক পেন সারাতে নিয়ে এসেছিলেন অমৃতা ৷ দেড় হাজার টাকা মজুরি দিয়ে পেন সারিয়ে নিয়ে গেলেন ৷ কার্যত নষ্ট হয়ে যাওয়া পেন প্রাণ ফিরে পায় ইমতিয়াজের হাতের নৈপুণ্যে ৷ আর সেই কারিগর ইমতিয়াজ জানান, “আমি রিপন স্ট্রিটে থাকি ৷ বাপ-ঠাকুরদার আমলের দোকান ৷ ওয়াটারম্যান, পিয়ার কারদা, ম ব্ল, উইলসন আগে এই দেশে নিয়মিত আসত ৷ এই দেশের ঝর্ণা কলম যথেষ্ট ভাল ছিল ৷ এখন যেসব পেন আসে এখানে তার যন্ত্রাংশ পাওয়া কঠিন ৷ আবার কিছু ক্ষেত্রে কালি ভরার পদ্ধতি বা টেকনিক বদল করে দিচ্ছি ৷ পেনগুলোকে বাঁচিয়ে রাখার কথা বলে সবাই ৷ আমি চেষ্টা করি মাত্র ৷’’

আরও পড়ুন : International School Games 2022 : প্রতিবন্ধকতাকে জয় করে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে অংশ নিতে ফ্রান্সে পাড়ি চুঁচুড়ার জয়িতার

নিব পেন ব্যবহারের বর্তমানে বড় অসুবিধা কালি সেভাবে সহজে পাওয়া যায় না ৷ অসুবিধার কথা মানলেন রাতুল দাস নামে এক ব্যক্তি ৷ পেন হাসপাতালে চারটি পেনের কালি ভরতে এসেছিলেন ৷ তিনি জানালেন, “কালি পাওয়া শক্ত ৷ তবে অসম্ভব নয় ৷ আমি কালির জন্য সুলেখার কারখানাতে পর্যন্ত চলে গিয়েছি ৷ নিব পেন ছাড়া আমি লিখতে পারি না ৷’’

বিদেশি পেন মানেই মহার্ঘ ৷ বিষয়টি অস্বীকার করছেন না ইমতিয়াজ ৷ তিনি বলেন, “দশ বারো হাজার টাকা দামের পেন এখনও আসে ৷ পেনের নিব থেকে কালি ভরার ব্যবস্থা প্রতিটি পেনের আলাদা ৷ সবসময় যে সবকিছু সহজে মেলে তা নয় ৷ আবার পুরনো ধরনের পেনের ক্ষেত্রে টেকনোলজি বদলে দিয়ে থাকি ৷ পেনগুলো জীবন পায়, লেখকের মুখে হাসি ফোটে তাতেই আমি খুশি ৷’’ ইউজ অ্যান্ড থ্রো-এর জমানায় পেন বা কলমকে বাচিয়ে তোলার একমাত্র ঠিকানা ধর্মতলার পেন হাসপাতাল ৷ সত্যি আজব শহর কলকাতা ৷

ABOUT THE AUTHOR

...view details