কলকাতা, 28 জুলাই: বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতায় গাঁজা পাচার করতে এসেছিল সাতজনের একটি দল । কলকাতায় এক ব্যক্তির কাছে তুলে দেওয়ার কথা ছিল প্রায় 135 কেজি গাঁজা । কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল ফোর্সের সক্রিয়তায় সফল হল না পাচারকারীরা । গ্রেপ্তার করা হয়েছে সাতজনকেই । উদ্ধার হয়েছে গাঁজা । বাজেয়াপ্ত করা হয়েছে দু'টি গাড়ি ।
পুলিশ সূত্রে খবর, আগের দিন গোয়েন্দারা খবর পান প্রচুর পরিমাণ গাঁজা ঢুকতে চলেছে কলকাতা শহরে । সেই মতো আমহার্স্ট স্ট্রিট এলাকায় নজরদারি চালানো হচ্ছিল । সন্ধ্যা সাতটা নাগাদ একটি সন্দেহজনক ট্রাক আটকান গোয়েন্দারা । ট্রাকের সঙ্গে ছিল একটি মারুতি সুজুকি গাড়িও । ট্রাকের কভার সরাতেই বেরিয়ে পড়ে থরে থরে সাজানো গাঁজার প্যাকেট ।