পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শহরের পানশালায় অসামাজিক কাজের অভিযোগ, ধৃত 7 - Police

লালবাজারে মাঝে মাঝেই অভিযোগ যাচ্ছিল পানশালায় সন্ধ্যা নামলেই অসামাজিক কাজকর্মের আসর বসে৷ সেই মতোই অভিযান চালিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয় ৷

ছবিটি প্রতীকী

By

Published : Oct 13, 2019, 7:19 PM IST

কলকাতা, 13 অক্টোবর : নিউ মার্কেট থানা এলাকার একটি পানশালা ৷ আনন্দপুরের অপর একটি ৷ প্রগতি ময়দান থানা এলাকায় আরও একটি ৷ অভিযোগ ছিল, সন্ধ্যা নামলেই অসামাজিক কাজকর্ম হয় পানশালাগুলিতে৷ গতকাল রাতে এই তিনটি পানশালায় পুলিশ তল্লাশি চালায় ৷ পুলিশি হানায় গ্রেপ্তার হয় মোট সাতজন ৷

গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ অভিযানে যায় লালবাজার থানার পুলিশ ৷ শুরু হয় তল্লাশি ৷ তল্লাশিতে বেশ কিছু পানশালায় অসামাজিক কাজের হদিশ পান গোয়েন্দারা ৷ অভিযানে মোট 7জনকে গ্রেপ্তার করা হয় ৷

উৎসবের মরশুম৷ এরই মাঝে গজিয়ে উঠেছে বেশ কিছু পানশালা-রেস্তরাঁ এবং হুক্কা পাব ৷ আইনকে তোয়াক্কা না করেই চলে এগুলি ৷ কোনও কোনও পানশালায় অনুমতি আছে শুধুই গানের ৷ সেখানে লাইভ ব্যান্ড গান গাইতে পারে ৷ লালবাজারে মাঝে মাঝেই অভিযোগ যাচ্ছিল, সেইসব পানশালায় সন্ধ্যা নামলেই শুরু হয় নাচ, চলে অসামাজিক কাজকর্ম ৷ বেশ কিছু পানশালা আবার খোলা থাকে নির্দিষ্ট সময়ের পরেও ৷ রাত বাড়লেই তাতে ভিড় বাড়ে ৷ এবার থেকে মাঝেমধ্যেই এই ধরনের তল্লাশি অভিযান চালানো হবে বলে লালবাজার সূত্রের খবর ৷

পাঁচ ধৃত

ABOUT THE AUTHOR

...view details