কলকাতা, 16 অগস্ট:রাজ্যের কলেজগুলিতে অধ্যাপক নিয়োগের জন্য রাজ্য কলেজ সার্ভিস কমিশন (West Bengal College Service Commission) মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল । অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যোগ্যতামান পরীক্ষা স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট (SET) পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হল এদিন । বিজ্ঞপ্তি অনুসারে আজ থেকে আগামী 15 সেপ্টেম্বর মধ্যরাত অর্থাৎ 12টা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে । আবেদনকারীকে স্নাতকোত্তর স্তরে কমপক্ষে 55 শতাংশ নম্বর পেতে হবে ।
আগামী বছরের 8 জানুয়ারি রবিবার হবে পরীক্ষা (SET examination to be held next year) । পশ্চিমবঙ্গের 33টি বিষয় সেট পরীক্ষা নেওয়া হয়ে থাকে । দুটি ভাগে পরীক্ষা নেওয়া হবে । প্রথম ভাগের পরীক্ষা অর্থাৎ পেপার ওয়ান হবে 100 নম্বরে । এই পেপারে 50টি প্রশ্ন থাকবে এবং সবকটির উত্তর দেওয়া বাধ্যতামূলক । পরীক্ষার সময়সীমা এক ঘন্টা । প্রথম ভাগের পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটার থেকে । চলবে বেলা 11:30 পর্যন্ত ।