পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SET Examination জারি বিজ্ঞপ্তি, 8 জানুয়ারি সেট নেবে রাজ্য - SET

জারি হল সেট (SET) পরীক্ষার বিজ্ঞপ্তি ৷ পরীক্ষা হবে আগামী বছর 8 জানুয়ারি ৷ দুটি ভাগে হবে এই পরীক্ষা ।

set examination to be held next year 8 January
8 জানুয়ারি সেট নেবে রাজ্য

By

Published : Aug 17, 2022, 7:13 AM IST

কলকাতা, 16 অগস্ট:রাজ্যের কলেজগুলিতে অধ্যাপক নিয়োগের জন্য রাজ্য কলেজ সার্ভিস কমিশন (West Bengal College Service Commission) মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল । অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যোগ্যতামান পরীক্ষা স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট (SET) পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হল এদিন । বিজ্ঞপ্তি অনুসারে আজ থেকে আগামী 15 সেপ্টেম্বর মধ্যরাত অর্থাৎ 12টা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে । আবেদনকারীকে স্নাতকোত্তর স্তরে কমপক্ষে 55 শতাংশ নম্বর পেতে হবে ।

আগামী বছরের 8 জানুয়ারি রবিবার হবে পরীক্ষা (SET examination to be held next year) । পশ্চিমবঙ্গের 33টি বিষয় সেট পরীক্ষা নেওয়া হয়ে থাকে । দুটি ভাগে পরীক্ষা নেওয়া হবে । প্রথম ভাগের পরীক্ষা অর্থাৎ পেপার ওয়ান হবে 100 নম্বরে । এই পেপারে 50টি প্রশ্ন থাকবে এবং সবকটির উত্তর দেওয়া বাধ্যতামূলক । পরীক্ষার সময়সীমা এক ঘন্টা । প্রথম ভাগের পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটার থেকে । চলবে বেলা 11:30 পর্যন্ত ।

আরও পড়ুন:হঠাৎ স্তব্ধ যান চলাচল, গণ জাতীয় সঙ্গীতে মুখরিত তেলেঙ্গানা

অন্যদিকে দ্বিতীয় ভাগ অর্থাৎ সেকেন্ড পেপারের পরীক্ষা হবে মোট 200 নম্বরে । এখানে 100টি প্রশ্ন থাকবে এবং সবকটি প্রশ্ন বাধ্যতামূলকভাবে উত্তর করতে হবে । দ্বিতীয় ভাগের পরীক্ষা চলবে দু'ঘণ্টা ৷ শুরু হবে বেলা 12:30টার সময় এবং শেষ হবে বেলা 2টোর সময় ।

ABOUT THE AUTHOR

...view details