পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভরতির আবেদনের সময়সীমা বাড়ানোর পরও অব্যাহত CU-র সার্ভার সমস্যা

2 নভেম্বর থেকে চালু হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্সগুলিতে ভরতির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া । বাড়িয়ে দেওয়া হয় আবেদনপত্রের সময়সাীমা ৷ কিন্তু তারপরও সার্ভার সমস্যা মেটেনি ৷

ছবি
ছবি

By

Published : Nov 8, 2020, 2:03 PM IST

কলকাতা, 8 নভেম্বর : কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে স্নাতকোত্তর কোর্সগুলিতে ভরতির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া । 2 নভেম্বর থেকে তা চালু হয়েছে ৷ কিন্তু, নির্ধারিত দিন থেকেই পোর্টালে গিয়ে আবেদন করতে গিয়ে সার্ভার সমস্যার মুখে পড়ছিলেন আবেদনকারীরা । অভিযোগ, আবেদনের পেজ খোলেইনি । তারপর থেকে কয়েকদিন এই সমস্যা চলতে থাকায় সাময়িকভাবে সাসপেন্ড করে দেওয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভরতির আবেদন গ্রহণের পোর্টাল । বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, 6 নভেম্বর রাত 12 থেকে 7 নভেম্বর রাত 12 পর্যন্ত সাসপেন্ড থাকবে ভরতির পোর্টাল । কিন্তু, বিশ্ববিদ্যালয়ের দেওয়া নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও আবেদন করতে গিয়ে একাধিক সমস্যার মুখোমুখি হলেন পড়ুয়ারা ।

ওই বিজ্ঞপ্তিতেই জানিয়ে দেওয়া হয়, ভরতির আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে । বলা হয়, আবেদন জমা করার শেষ তারিখ 14 নভেম্বর পর্যন্ত বাড়ানো হল । ফলে, সার্ভার সমস্যায় যে সকল পড়ুয়ারা এতদিন আবেদনপত্র জমা করতে পারেননি তাঁরা ৷ কিন্তু দেখা যায়, অনলাইন ভরতির পোর্টাল আজ থেকে খুলে যাওয়ার পরেও সার্ভার সমস্যা অব্যাহত রয়েছে । উদ্বেগ তৈরি হয় সার্ভার সমস্যায় ভুক্তভোগী ছাত্র-ছাত্রীদের মধ্যে যে, আদৌ তাঁরা আবেদন করতে পারবেন তো?

এক বলেন, "প্রচণ্ড ওয়েবসাইটে সমস্যা হচ্ছে । আজকে করতে গিয়ে হঠাৎ করেই ফর্ম নিজে থেকে সাবমিট হয়ে যাচ্ছে । অনেক সমস্যা হচ্ছে । কোনওভাবেই আমরা আবেদনপত্র জমা করতে পারিনি ।" আর এক ছাত্রীর অর্ধেক পূরণ হওয়া আবেদনপত্র হঠাৎ জমা হয়ে যাওয়ায় বর্তমানে সে খুব উদ্বেগে রয়েছে ।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান ওয়েবসাইটে M.Tech, M.A, M.Sc, M.Com-এর মতো বিভিন্ন শাখার স্নাতকোত্তর কোর্সে আবেদনের জন্য আলাদা আলাদা লিংক দেওয়া আছে । সেই লিংকগুলোতে ক্লিক করলে খুলছে অনলাইন ভরতির পোর্টালও । কিন্তু, তারপরে লগ-ইন বা রেজিস্টার লিংকে ক্লিক করে ঢুকতে গেলেই হচ্ছে বিপত্তি । কবে হবে এই সমস্যার সমাধান? অভিযোগকারী ছাত্রছাত্রীরা জানাচ্ছেন, তাঁরা জানতে পেরেছেন সোমবার আবার স্বাভাবিক হবে পোর্টাল । কিন্তু, কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে উত্তর পেতে উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, সহ-উপাচার্য চট্টোপাধ্যায় আশিস চট্টোপাধ্যায় ও রেজিস্ট্রার দেবাশিস দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি । কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন CUTA-র সভাপতি পার্থিব বসু এবিষয়ে বলেন, "এটা খুবই অনভিপ্রেত। আমরা চাই খুব দ্রুত এটার সুরাহা করে ছাত্র-ছাত্রীদের যেন উদ্বেগ থেকে মুক্ত করা হয়।"

ABOUT THE AUTHOR

...view details