কলকাতা, 24 সেপ্টেম্বর: কলকাতার ডেঙ্গি পরিস্থিতি (Dengue in Kolkata) নিয়ে ভিন্ন মত মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষের ৷ ফলে কলকাতায় বর্তমান ডেঙ্গি পরিস্থিতি ঠিক কী (Kolkata Dengue Situation)? তা নিয়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি ।
শহরে ডেঙ্গি প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ ও ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, যেসমস্ত এলাকায় ডেঙ্গি বেড়েছিল তা নিয়ন্ত্রণে । কয়েকটি ওয়ার্ডে অল্প কিছু ডেঙ্গি আক্রান্তের সাংখ্যা বাড়ছে । তবে সার্বিকভাবে কলকাতার ডেঙ্গি পরিস্থিতি হাতের নাগালেই । তবে তাঁর এই মন্তব্যের পরেরদিনই ডেঙ্গি প্রসঙ্গে ভিন্ন মত প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) ৷
কলকাতার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মেয়রের বক্তব্য আরও পড়ুন: পুজোর কলকাতায় ডেঙ্গি নিয়ন্ত্রণে রাখাই অন্যতম লক্ষ্য পৌরনিগমের
শনিবার তিনি জানিয়েছেন, মহানগরের ডেঙ্গি পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক । মেয়র ও ডেপুটি মেয়রের এইরকম দু'রকম মন্তব্যে ডেঙ্গি (Dengue) পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । এদিন ফিরহাদ হাকিম বলেন,"কলকাতা পৌরনিগম এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চালিয়ে যাওয়া হচ্ছে । যাতে মানুষ ছাদে উঠে কোথাও জল জমা আছে কি না নজর দেন । ডেঙ্গির মশা দিনের বেলায় কামড়ায় । গত দু'বছর ডেঙ্গি ছিল না । কারণ করোনার সময় সকলেই ঘরবন্দি ছিলেন । তাই এদিকের লোক ওদিক যাওয়া আসা বন্ধ ছিল । ফলে অন্যত্র গিয়ে দিনের বেলায় মশার কামড় খাওয়ার মতো সেরকম কিছু হয়নি ৷ এখন সেটা হচ্ছে । এই বছর ডেঙ্গির উদ্বেগ বেড়েছে । পুজো কমিটিগুলিকে মণ্ডপ চত্বরে স্প্রে করার কথা বলা হয়েছে ৷"