পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রতিবেশীর এসির দূষণে অসুস্থ স্ত্রী, মুখ্য প্রশাসকের দ্বারস্থ প্রবীণ - মুখ্য প্রশাসকের দ্বারস্থ প্রবীণ

অভিযোগ খতিয়ে দেখতে পৌর প্রশাসকের নির্দেশে কলকাতা পৌর নিগমের বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকরা ওই প্রবীণ নাগরিকের বাড়ি পরিদর্শন করবেন।

allegations of AC pollution
allegations of AC pollution

By

Published : Dec 10, 2020, 9:47 AM IST

কলকাতা, 10 ডিসেম্বর: এসি-র দূষণ নিয়ে এবার কলকাতা পৌরনিগমে অভিযোগ জানালেন শহরের এক প্রবীণ নাগরিক। কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসকের কাছে ফোনে প্রবীণ নাগরিক জানিয়েছেন, প্রতিবেশীর এসি মেশিনের গরম দূষিত হাওয়া থেকে স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। বিভিন্ন জায়গায় বহু অভিযোগ করেও সমস্যার সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই মুখ্য প্রশাসকের কাছে সুরাহার আশায় অভিযোগ জানালেন বেহালা রামকৃষ্ণ সরণি এলাকার এই বৃদ্ধ। এই বিষয়ে নির্দিষ্ট পৌর আইন না থাকায় বিব্রত হন মুখ্য পৌর প্রশাসক ফিরহাদ হাকিম। কলকাতা পৌরনিগমের বিল্ডিং ইঞ্জিনিয়ার বিভাগের আধিকারিকদের বৃদ্ধের বাড়িতে পরিদর্শনে যেতে নির্দেশ দেন তিনি।

130 নম্বর ওয়ার্ডের বেহালা রামকৃষ্ণ সরণি এলাকার প্রবীণ বাসিন্দা স্নেহ কর দাস মুখ্য প্রশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন, প্রতিবেশীর লাগানো বেশি গরম দূষিত হওয়া থেকেই তাঁর স্ত্রী ট্রমাটাইজ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। অভিযোগ পাওয়ার পর কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, দুটি বাড়ির মাঝখানে যে পরিমান জায়গা ছাড়তে হয়, অনেক সময় প্রোমোটার সেই নিয়ম অবজ্ঞা করে বাড়ি তৈরি করে। ফলে এই ধরনের সমস্যা তৈরি হয়। অভিযোগ খতিয়ে দেখতে পৌর প্রশাসকের নির্দেশে কলকাতা পৌর নিগমের বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকরা ওই বৃদ্ধ বৃদ্ধার বাড়ি পরিদর্শন করবেন। এই সঙ্গে ফিরহাদ হাকিম জানান, এই ধরনের অসংখ্য অভিযোগ জমা পড়েছে দূষণ নিয়ন্ত্রণ দপ্তরে। যদিও এসি মেশিন সরিয়ে দেওয়ার মতো কোনও আইন নেই কলকাতা পৌর নিগমের।

পৌরনিগমের বিল্ডিং ইঞ্জিনিয়ার বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, কলকাতা পৌর নিগমের আইন অমান্য করেই বহু অসাধু প্রোমোটার নির্দিষ্ট জায়গা না ছেড়েই নির্মাণ কাজ করছে। পরবর্তী সময় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এই বাড়িগুলিতে। সংকীর্ণ জায়গায় উইন্ডো এসি বসানোর ফলে এসির গরম দূষিত বাতাস শারীরিক ক্ষতি করছে। এবং দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details