কলকাতা, 22 ফেব্রুয়ারি : আনিশ খান না কি তাদেরই ছেলে ৷ নির্বাচনে তৃণমূলের হয়েই কাজ করেছে সে ৷ এমনই দাবি করে আমতার ছাত্রনেতার মৃত্যু তদন্তে গতকালই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee directed to build a SIT in Anish Khan death case) ৷ 15 দিনের মধ্যে খুঁজে বের করা হবে আনিশের হত্যাকারীদের ৷ সোমবার নবান্নে বলেছিলেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রতিশ্রুতিতে চিড়ে ভেজেনি ৷ আনিশ খান হত্যাকাণ্ডের কিনারা না-হওয়া পর্যন্ত বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিল বাম ছাত্র সংগঠন ৷ মঙ্গলবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে পূর্ব নির্ধারিত সূচি মেনে মহাকরণ অভিযানে সামিল হয় তারা ৷
আনিশ খানের হত্যার বিচার চেয়ে এদিন আলিয়া বিশ্ববিদ্যালয় এবং এসএফআই'য়ের মহাকরণ অভিযানে উত্তাল হল কলকাতার রাজপথ (Seeking justice in Anish Khan death SFI and Aliah University students agitation in Kolkata) ৷ মঙ্গলবার ব্যস্ত সময় পার্ক সার্কাস সেভেন পয়েন্ট অবরোধ করে তারা ৷ রাস্তা বসে পড়েও বিক্ষোভ দেখায় তারা ৷ সেখান থেকেই মহাকরণ অভিযান শুরু করে পড়ুয়ারা ৷