পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কেন্দ্রের বার্তা পেয়েই রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা, নজরদারি সোশাল মিডিয়ায় - সংবিধানের 370 ধারা প্রত্যাহার

জম্মু-কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর রাজ্যগুলিকে সতর্ক থাকার নির্দেশ পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । তারপর রাজ্যজুড়ে আঁটসাট হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ৷

ছবি সৌজন্য ফেসবুক

By

Published : Aug 6, 2019, 2:50 AM IST

কলকাতা, 6 অগাস্ট : সংবিধানের 370 ধারা প্রত্যাহারের পরই সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । এরপরই রাজ্যজুড়ে আঁটসাট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা । বিশেষ নজরদারি চালানো হচ্ছে সীমান্তে । সতর্ক কলকাতা পুলিশও । শহরের স্পর্শকাতর এলাকাগুলিতে চালানো হচ্ছে বিশেষ নজরদারি । যেসব এলাকায় কাশ্মীরিরা থাকেন সেখানে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে ৷

গতকাল জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের 370 ধারা প্রত্যাহার করা হয়েছে ৷ 370 ধারার এক নম্বর উপধারার প্রয়োগ করে জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ সুবিধা প্রত্যাহারের নির্দেশিকা সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ কেন্দ্রের আশঙ্কা, এর জেরে দেশের বিভিন্ন প্রান্তে ছড়াতে পারে অশান্তি । সেজন্য দেশের প্রতিটি রাজ্যের মুখ্যসচিব এবং DGP-কে পাঠানো হয়েছে বিশেষ নির্দেশিকা । পশ্চিমবঙ্গেও পাঠানো হয়েছে ওই নির্দেশিকা । এরপরই রাজ্যের সব পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের নবান্নের তরফে সতর্ক করা হয় । কলকাতা ও আশপাশের জেলাগুলিতে যেখানে যেখানে কাশ্মীরিরা থাকেন সেখানে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে ৷

এই সংক্রান্ত আরও খবর :নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা রাখতে রাজ্যগুলিকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের

কলকাতার বউবাজার, বড়বাজার, বেহালা, ঠাকুরপুকুর এবং বন্দর এলাকায় কাশ্মীরিরা থাকেন । মূলত ব্যবসা কিংবা পড়াশোনার জন্য আসেন তাঁরা । তাঁদের অভয় দিয়েছে পুলিশ । সেই সব এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ পিকেটিং ছাড়াও চালানো হচ্ছে নজরদারি । যে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে ৷ ওইসব থানা এলাকার পুলিশ অফিসাররা গিয়ে কাশ্মীরিদের নিজেদের নম্বর দিয়ে এসেছেন বলে লালবাজার সূত্রে খবর ।

এই সংক্রান্ত আরও খবর :জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ রাজ্যসভায়

এই পরিস্থিতিতে গোষ্ঠীসংঘর্ষের আশঙ্কাও রয়েছে ৷ পরিস্থিতিকে হাতিয়ার করে কেউ কেউ ঝামেলা পাকাতে পারে বলে একাধিক সূত্রে খবর পেয়েছে লালবাজার ৷ রাজ্যের স্বরাষ্ট্রদপ্তরের আশঙ্কাও তেমনই । ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে গুজব । সেজন্য সাইবার সেলকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ ৷

এই সংক্রান্ত আরও খবর :নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা রাখতে রাজ্যগুলিকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের

হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে গুজব ছড়ানোর চেষ্টা করলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে লালবাজার । বিতর্কিত পোস্ট সরাতে ইতিমধ্যে ফেসবুক, টুইটার কর্তৃপক্ষের সঙ্গে কলকাতা পুলিশের কথা হয়েছে বলে সূত্রের খবর ৷ কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার জাভেদ শামিম বলেন, "যে কোনও অশান্তি ঠেকাতে সতর্ক রয়েছে কলকাতা পুলিশ । সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে সোশাল মিডিয়াতেও ।"

এই সংক্রান্ত আরও খবর :পাঁচবছর দিন, কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলব : অমিত শাহ

ABOUT THE AUTHOR

...view details