কলকাতা, 25 জুন:সল্টলেকে বাড়ি ভাড়া নিতে গেলে এ বার থেকে পুলিশের অনুমতি নিতে হবে ৷ নিউটাউনে এনকাউন্টারে 2 গ্যাংস্টারের মৃত্যুর ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতেই এই সিদ্ধান্ত নেওয়া হল ৷ আজ একটি আলোচনা সভায় ঠিক হয়েছে যে, পুলিশের ছাড়পত্র মিললে তবেই বাড়ি ভাড়া পাওয়া যাবে সল্টলেকে ৷
নিউটাউনের সাপুরজি আবাসনে এনকাউন্টারের ঘটনার পর নিরাপত্তা জোরদার করার প্রচেষ্টা শুরু হল ৷ বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে আবাসিক কমিটিগুলোর তরফে ফাঁক ফোকর থেকে যাওয়ায় যে ঘটনা প্রকাশ্যে এসেছে, তার যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
আজ সল্টলেকে 29 নং ওয়ার্ডে একটি আলোচনা সভার আয়োজন করা হয় ৷ এই আলোচনা সভা থেকে সিদ্ধান্ত হয় যে, এ বার থেকে সল্টলেকে বাড়ি ভাড়া নিতে গেলে লাগবে পুলিশের অনুমতি । পুলিশের তরফ থেকে একটি টেনেন্ট ফর্ম বিলি করা হয় । এই ফর্ম থানা থেকে পাওয়া যাবে । ফর্ম জমা দিলে এবং ভেরিফিকেশন শেষের পর অনুমতি মিললে তবেই বাড়ি ভাড়া দেওয়া যাবে ।
আরও পড়ুন :সাপুরজির ফ্ল্যাটে গ্যাংস্টারদের কাছে তৃতীয় ব্যক্তির আনাগোনা, খোঁজে গোয়েন্দারা
আজ বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার 29 নম্বর ওয়ার্ডে বিজে ব্লকে একটি অনুষ্ঠানে আবাসিকদের জানান, যাঁরা ভাড়া দিতে চান, তাঁদের ভাড়াটিয়াদের পরিচয়পত্র নিয়ে টেনেন্ট ফর্ম-সহ পুলিশের কাছে জমা দিতে হবে । এরপর পুলিশ পরিচয়পত্র ভেরিফিকেশন করবে । সঠিক লোক হলে তবেই ভাড়া দেওয়া যাবে ।