কলকাতা, 10 ফেব্রুয়ারি : বাম ছাত্র যুব সংগঠনের ডাকা নবান্ন অভিযানের দিন আটক হওয়া বাম ছাত্র নেতা সুদীপ্ত গুপ্ত বাস থেকে পড়ে মৃত্যু হয়েছিল। সেই সময়ে সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। প্রশ্ন উঠেছিল, পুলিশি হেফাজতে থাকাকালীন কীভাবে বাস থেকে পড়ে ল্যাম্পপোস্টে ধাক্কা লেগে মৃত্যু হল ওই যুবনেতার। এরপর প্রায় সাত বছর পর আবার বাম ছাত্র যুব সংগঠনের ডাকা নবান্ন অভিযান৷ বৃহস্পতিবার ওই কর্মসূচি নিয়ে তাই দিন বাড়তি সতর্কতা অবলম্বন করছে কলকাতা পুলিশ।
যদিও এই বিষয়ে কলকাতা পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিক কোনও মন্তব্য করতে চাননি। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক লালবাজারের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘‘যদি আন্দোলনকারীদের আটক করতে হয়। তাহলে প্রাথমিক আমাদের পরিকল্পনা রয়েছে যে বাস ব্যবহারের থেকে লালবাজারের প্রিজন ভ্যান ব্যবহার করা হবে৷ কারণ, বাসের তুলনায় প্রিজনভ্যান বেশি নিরাপদ জনক।’’