কলকাতা, 26 মে: অতীতে যা হয়নি এমন আরও একটা ঘটনা ঘটতে চলেছে আজ । এক সপ্তাহের মধ্যে পরপর দু'বার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত সোমবার মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting) অনুষ্ঠিত হয় । মাঝে দুদিনের অন্তরাল, আবার আজ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী । এত কম সময়ের ব্যবধানে মন্ত্রিসভার বৈঠক অতীতে কখনও হয়েছে বলে জানা যায়নি । সে দিক থেকে এই ঘটনা একটা রেকর্ড বলেই মনে করছে রাজনৈতিক মহল ।
প্রশ্নটা হল, কেন হঠাৎ এত কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার মন্ত্রিসভার বৈঠক ডাকতে হল (Bengal govt cabinet meeting)। এমনিতেই আদালতের একের পর এক রায় সরকারকে ব্যতিব্যস্ত করেছে । সরকারের দুই মন্ত্রী সিবিআই তদন্তের মুখে পড়েছেন । এই অবস্থায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মন্ত্রিসভার বৈঠকের কারণ নিয়ে জল্পনা বাড়ছে । নবান্নের কর্তারা বলছেন, সাম্প্রতিক অতীতে একই সপ্তাহে পরপর দু'বার ক্যাবিনেট বৈঠকের নজির নেই । বলা ভাল, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পরে প্রথমবারের জন্য একই সপ্তাহে দু'বার ক্যাবিনেট বৈঠক হতে যাচ্ছে বৃহস্পতিবার । মন্ত্রিসভার বৈঠকের শেষে হতে পারে স্ট্যান্ডিং কমিটির বৈঠকও ।