কলকাতা, 13 জুন: আবারও কোরোনার থাবা কলকাতা পুলিশে । কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের আরও এক কর্মীর। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ মৃত্যু হয়েছে ওই কর্মীর। এই নিয়ে কলকাতা পুলিশের দ্বিতীয় কোনও কর্মীর মৃত্যু হল।
কোরোনায় কলকাতা পুলিশে দ্বিতীয় মৃত্যু, বিক্ষোভ পুলিশকর্মীদের - কলকাতা ট্রাফিক গার্ড
কোরোনায় মৃত্যু হল কলকাতা পুলিশের আরও এক পুলিশকর্মীর। এই নিয়ে কোরোনায় সংক্রমিত হয়ে শহরে দুই পুলিশকর্মীর মৃত্যু হল। সহকর্মীর মৃত্যুতে বিক্ষোভ দেখান অন্য পুলিশকর্মীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে 45 বছরের ট্র্যাফিক কন্সটেবল দিলীপ সর্দার শারীরিক অসুস্থতা নিয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হন। তাঁর শরীরে জ্বরের পাশাপাশি কোরোনার অন্যান্য লক্ষণও ছিল। তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটি়ভ আসে শিয়ালদা ট্র্যাফিক গার্ডে কর্মরত ওই পুলিশকর্মীর। তারপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। এমনিতেই তাঁর কিডনির সমস্যা ছিল । সঙ্গে কোরোনার সংক্রমণে ক্রমাগত তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। আজ সকালে মৃত্যু হয় ওই পুলিশকর্মীর।
বেশ কয়েকদিন আগে সাউথ ট্র্যাফিক গার্ডের আরও এক পুলিশকর্মীর মৃত্যু হয়। আজ তাঁর স্মরণসভার আয়োজন করা হয়েছিল। আর এমন দিনেই মৃত্যু হল আরেক পুলিশকর্মীর। তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই বিক্ষোভ শুরু করেন শিয়ালদা ট্র্যাফিক গার্ডের নিচুতলার পুলিশকর্মীরা। কিন্তু ট্র্যাফিক গার্ডের OC এবং অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।