কলকাতা, 20 মার্চ: কলকাতায় দ্বিতীয় কোরোনা ভাইরাস আক্রান্তের খোঁজ পাওয়া গেল ৷ এই নিয়ে কলকাতায় কোরোনা আক্রান্তের সংখ্যা হল দুই ৷ আক্রান্তের বয়স ২৯ বছর। COVID-19 আক্রান্ত এই যুবকও দক্ষিণ কলাকাতার বাসিন্দা ৷ গত ১৭ মার্চ রাতে রাজ্যের প্রথম COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল । কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে COVID-19-এ আক্রান্ত এই দুই যুবকের চিকিৎসা চলছে ।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত ১৩ মার্চ লন্ডন থেকে কলকাতায় ফিরেছিলেন দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এলাকার বাসিন্দা বছর ২৯-এর এক যুবক । বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে হোম আইসোলেশনে থাকতে নির্দেশ দেয় । এই যুবকের সঙ্গেই আরও দুইজন লন্ডন থেকে ফিরেছিলেন, যারা তাঁর বন্ধু বলে জানা গিয়েছে । সূত্র অনুযায়ী, বালিগঞ্জের বাসিন্দা এই যুবক জানতে পারেন তাঁর সঙ্গে ফেরা ওই দুই বন্ধু COVID-19-এ আক্রান্ত হয়েছেন । এদের মধ্যে একজন পঞ্জাব এবং অন্যজন ছত্তিশগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে ।
দুই বন্ধুর COVID-19-এ আক্রান্ত হওয়ার খবর জানার পরেই বালিগঞ্জের ওই যুবক কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে বৃহস্পতিবার সকালে উপস্থিত হন । চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে ও তাঁর লন্ডন থেকে ফেরার কথাও জেনে যুবককে ভরতি নেওয়া হয় বেলেঘাটা ID হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ।