কলকাতা, 30 জুলাই : প্রায় প্রস্তুত ইস্ট ওয়েস্ট করিডোরের শিয়ালদা স্টেশন । শনিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গের এই অংশে প্রথমবার মেট্রো রেল প্রবেশ করিয়ে ট্র্যাকে চালানো হবে ৷
রাজ্যের জারি বিধিনিষেধের মধ্যেই চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের কাজ । ফুলবাগান থেকে শিয়ালদা 2.2 কিলোমিটার টানেলের কাজ এখনও অনেকটাই বাকি । সূত্রের খবর, শুক্রবার ট্র্যাক সহ বিদ্যুতের বিভিন্ন দিক ও লাইনের ট্রাকশন পরীক্ষা করা হবে । তারপরেই শনিবার ওই অংশের ট্র্যাকে ট্রেন নিয়ে আসা হবে । এর পর প্রতি ঘণ্টায় 15 কিলোমিটার গতিতে ট্রেনটি ট্র্যাকে চালানো হবে । এরপর ধাপে ধাপে চলবে ট্রায়াল রান । দ্রুত সিগন্যালিং ব্যবস্থা, ট্রেন কন্ট্রোলিং সিস্টেম সহ অন্যান্য বিষয় কাজ শেষ হবে । তবে স্টেশন সহ ট্র্যাকের কিছু কাজ এখনও বাকি রয়েছে । সেই রিপোর্ট পাঠানো হবে কমিশনার অফ রেলওয়ে সিকিউরিটি (CRS) কাছে । সেই রিপোর্টের ভিত্তিতে সিআরএস ইন্সপেকশনের পরেই স্টেশনের ছাড়পত্র মিলবে । মনে করা হচ্ছে, এবছরের শেষের দিকেই বাণিজ্যিকভাবে চালু হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন ।