কলকাতা, 30 সেপ্টেম্বর: দুয়ারে বিদেশ দর্শন ৷ আজ্ঞে হ্যাঁ ৷ শিয়ালদা শ্রদ্ধানন্দ পার্কের জাতীয় যুব সংঘের দুর্গাপুজো (Sealdah Shradhananda Park Durga Puja), এ বছর 75 তম বর্ষে এক টুকরো গ্রিসকে তুলে ধরেছে তাদের থিমের মাধ্যমে ৷ মূলত ‘ঘরে বাইরে’ থিমের মাধ্যমে গ্রিসের পাহাড়ি শহর ‘স্যান্টরিনি’কে (Santorini City of Greece) তুলে ধরার চেষ্টা করা হয়েছে ৷ হঠাৎ, কেন দুয়ারে বিদেশ দর্শনের ভাবনা ক্লাব কর্তাদের ? উত্তরে ক্লাবের সম্পাদক তীর্থঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, করোনা ও লকডাউন পর্বে গত দু’বছর ঘরবন্দি হয়েছিল ভ্রমণ প্রিয় বাঙালি ৷ এমনকি পুজোর (Durga Puja 2022) ছুটিতে ঘুরতে যাওয়াও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল ৷ পুজোর আনন্দটূকু উপলব্ধি করতে পারেনি ৷ সেই শান্তি পূরণেই এ বারে তারা দুয়ারে বিদেশ দর্শনের পরিকল্পনা নিয়ে এসেছেন ৷
প্রতিবারের মতো জাতীয় যুব সংঘ শিয়ালদা শ্রদ্ধানন্দ পার্কে তাদের পুজো মণ্ডপ তৈরি করেছে ৷ বাহারি রঙের আলো, ইট, বালি, সিমেন্ট ও চুন ও নানান রং দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ মণ্ডপটি ৷ যাঁর মাধ্যমে তুলে ধরা হয়েছে, গ্রিসের পাহাড়ি শহর ‘স্যান্টরিনি’কে ৷ মণ্ডপের ভিতরে গির্জা তৈরি করা হয়েছে ৷ আর সেই গির্জায় সপরিবার স্থান পেয়েছেন দেবী দশভূজা ৷ চতুর্থীর সন্ধ্যায় টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক এই পুজোর উদ্বোধন করেছেন ৷ উপস্থিত ছিলেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷