পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sealdah Metro Service : কবে চালু হবে শিয়ালদা মেট্রোর পরিষেবা ? জানা নেই কেএমআরসিএল’র

কবে থেকে শুরু হবে শিয়ালদা মেট্রোর পরিষেবা (When will the Sealdah Metro service be started) ? এই প্রশ্নের কোনও উত্তর নেই কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের আধিকারিকদের কাছে ৷ মেট্রোর কর্তাদের কথায় পুরো বিষয়টি রেল বোর্ড দেখছে ৷ তারাই ঠিক করবে কবে থেকে শুরু হবে মেট্রো পরিষেবা ৷

Sealdah Metro service News
শিয়ালদা মেট্রো পরিষেবা

By

Published : May 7, 2022, 9:28 AM IST

Updated : May 7, 2022, 10:12 AM IST

কলকাতা, 7 মে : ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো স্টেশন যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত । তবে, কবে চালু হবে পরিষেবা (When will the Sealdah Metro service be started) ? মেট্রো যাত্রীদের মধ্যে উঠছে সেই প্রশ্ন ৷ মনে করা হচ্ছে, একবার এই স্টেশনটি চালু হয়ে গেলে দেশের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম হয়ে উঠবে শিয়ালদা ৷

কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা শিয়ালদা স্টেশনের পরিদর্শন করেছিলেন ৷ পরিদর্শন শেষে তিনি জানিয়েছিলেন, যাত্রী পরিষেবার জন্য তৈরি শিয়ালদা মেট্রো স্টেশন ৷ এও জানিয়েছিলেন যে, মেট্রো রেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS) এর যে কাজগুলি বাকি ছিল সেগুলি শেষ হয়ে গিয়েছে ৷ আর যে কাজগুল বাকি রয়েছে তা সময়সাপেক্ষ ৷ মনে করা হচ্ছে, আগামী জুন মাসের মধ্যে শেষ হয়ে যাবে বাকি কাজগুলিও (Sealdah Metro service is being delayed) ৷

তবে, কলকাতা ও শহরতলীর মানুষজন এখন শিয়ালদা মেট্রো স্টেশনের পরিষেবা চালু হওয়ার দিকেই তাকিয়ে রয়েছে ৷ প্রথমে কথা ছিল বাংলা নববর্ষে উদ্বোধন করা হবে এই স্টেশনের ৷ তবে, সিআরএস কমপ্লায়েন্সের বেশ কিছু কাজ বাকি থাকায় তা সম্ভব হয়নি ৷ যদিও পরে শোনা যায় যে, রবীন্দ্রজয়ন্তীতে অর্থাৎ 25 বৈশাখ উদ্বোধন করা হবে ৷ তবে, তাও সম্ভব নয় ৷

আরও পড়ুন : Sealdah Metro Station : যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত শিয়ালদহ মেট্রো স্টেশন, পরিদর্শনে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL) এর পক্ষ থেকে এক আধিকারিক জানিয়েছেন, যাত্রী পরিষেবার জন্য সব দিক থেকে প্রস্তুত শিয়ালদা মেট্রো স্টেশন ৷ এ বার অপেক্ষা শুধু কেন্দ্রীয় রেলমন্ত্রক থেকে সবুজ সংকেতের । তিনি আরও বলেন, ‘‘আমরা রেলওয়ে বোর্ডকে আমাদের পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠিয়ে দিয়েছি ৷ এখনও চূড়ান্ত তারিখ পাওয়া যায়নি ৷ তবে, কার হাত দিয়ে উদ্বোধন হবে ? সেই বিষয়ে আমাদের কাছে খবর নেই ৷’’

পাশাপাশি কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার তথা প্রধান জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ বলেন, ‘‘যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন তাই হয়তো উদ্বোধক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দেখা যাবে ৷ তাই পিএমও থেকে যেদিন তারিখ চূড়ান্ত করে জানানো হবে, সেই মতই হবে উদ্বোধন ৷ রেলওয়ে বোর্ড এই পুরো বিষয়টি দেখছে ৷’’

আরও পড়ুন : Sovabazar Sutanuti Metro Station : ভোল বদলাচ্ছে শোভাবাজার-সুতানটি মেট্রো স্টেশনের

রাজ্য সরকারের তরফে উদ্বোধনী অনুষ্ঠানে কেউ থাকবে কিনা ? সেই বিষয়টি জিজ্ঞেস করলে প্রত্যুষ ঘোষ বলেন, ‘‘সরকারি প্রটোকল অনুসারে যাদের যাদের আমন্ত্রণ করার প্রয়োজন তাঁদেরকেই আমন্ত্রণ করা হবে ৷’’ ইস্ট-ওয়েস্ট মেট্রো সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত উদ্বোধনে তৎকালীন রেলমন্ত্রী পীযূষ গোয়েল এবং প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় থাকলেও রাজ্যের তরফে কেউ ছিলেন না ৷ যদিও সেই সময় জানা গিয়েছিল যে, আমন্ত্রিতদের মধ্যে মন্ত্রী সুজিত বসু, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বিধাননগর পৌনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ছিলেন ৷

তবে, তাঁরা সেই সময় অনুষ্ঠান বয়কট করেছিলেন ৷ এর পর নর্থ-সাউথ সেকশনে মেট্রো নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সময় রাজ্যের তরফে কেউ উপস্থিত ছিলেন না ৷ তবে, এইবার উদ্বোধনে থাকছেন কিনা সেটাই দেখার ৷

Last Updated : May 7, 2022, 10:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details