আগরতলা, 11 ডিসেম্বর : উত্তরপ্রদেশের পর এ বার ত্রিপুরা ৷ আরেক বিজেপি শাসিত রাজ্যের সরকারি বিজ্ঞাপনে কলকাতার রাস্তার ছবি ৷ ত্রিপুরা পরিবহন দফতরের একটি পথ সচেতনতামূলক বিজ্ঞাপনে কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র শিয়ালদা উড়ালপুলের ছবি (Sealdah Flyover in Kolkata) ব্যবহার করার অভিযোগ উঠল বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে ৷ যে ছবি প্রকাশ্যে আসতেই ত্রিপুরার বিজেপি সরকারকে নিশানা করেছে তৃণমূল ৷ যদিও, বিতর্কের জেরে পোস্টটি সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গা থেকে সরিয়ে দিয়েছে ত্রিপুরা সরকার ৷ তবে, তার আগেই সেই বিজ্ঞাপনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷
ত্রিপুরা সরকার মোটর ভেহিক্যাল ড্রাইভিংয়ের সচেতনতায় স্লোগান লেখার প্রতিযোগিতা শুরু করেছে ৷ সেই প্রতিযোগিতায় ত্রিপুরাবাসীকে সরকারের দেওয়া ওয়েবসাইটে স্লোগান লিখতে হবে ৷ সেখান থেকে যে স্লোগান বেছে নেওয়া হবে, সেই স্লোগানের লেখককে ত্রিপুরা সরকার 5 হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া কথা ঘোষণা করেছে ৷ এই পর্যন্ত সবই ঠিক ছিল ৷ কিন্তু, বিতর্ক শুরু হয়, সেই পোস্টের নিচে ব্যবহার করা ছবি ঘিরে ৷ অভিযোগ উঠেছে, ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে কলকাতার শিয়ালদা ফ্লাইওভারের ছবি ছাপা হয়েছে (Sealdah Flyover Photo used in Tripura Government Advertisement) ৷
আরও পড়ুন : Maa Flyover: যোগীর বিজ্ঞাপনের নিন্দায় তৃণমূল-বাম-কংগ্রেস, ভুল মানতে নারাজ বিজেপি !
ওই ছবিতে শিয়ালদা ফ্লাইওভারের উপরে থাকা ট্রামলাইন, কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সি, এমনকি আকাশি নীল রঙের মাঝে হলুদ স্ট্রিপের কলকাতার বেসরকারি বাস স্পষ্ট দেখা যাচ্ছে ৷ আর এই ছবি প্রকাশ্যে আসতেই, ফের একবার বিজেপি শাসিত এক রাজ্যের বিরুদ্ধে ছবি চুরির অভিযোগ তুলল তৃণমূল ৷ এর আগে উত্তরপ্রদেশ পরিবহন দফতরের বিজ্ঞাপনেও কলকাতার বিখ্যাত মা উড়ালপুলের ছবি ব্যবহারের অভিযোগ উঠেছিল যোগী সরকারের বিরুদ্ধে ৷ যেখানে মা উড়ালপুলের নীল-সাদা রং, কলকাতার হলুদ ট্যাক্সি এবং উড়ালপুলের পাশে বাইপাসের উপর একাধিক নামকরা পাঁচতারা হোটেলের ছবি স্পষ্ট দেখা গিয়েছে ৷ বিতর্কের জেরে সেই সময় বিজ্ঞাপন মুছতে বাধ্য হয়েছিল বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার ৷