পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SACT বাতিলের দাবি, বিকাশ ভবনের সামনে কলেজের চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি - বিকাশ ভবনের সামনে ধস্তাধস্তি

144 ধারা উপেক্ষা করেই SACT বাতিলের দাবিতে বিকাশ ভবনের সামনে চলে আসে একদল চাকরিপ্রর্থী । পুলিশ তাঁদের সরে যেতে বললেও কথা শোনেননি তাঁরা । পরে শুরু হয় ধস্তাধস্তি । আন্দোলনকারীদের টেনে তোলা হয় প্রিজন ভ্যানে ।

ছবি
ছবি

By

Published : Jan 5, 2021, 3:00 PM IST

Updated : Jan 5, 2021, 4:04 PM IST

কলকাতা, 5 জানুয়ারি : ছিল না পুলিশের অনুমতি । জারি ছিল 144 ধারা । তবু SACT বাতিলের দাবিতে অতর্কিতে বিকাশ ভবনের সামনে চলে আসে একদল চাকরিপ্রার্থী। তাঁরা কেউ গবেষক, কেউ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া । 144 ধারা জারি থাকা সত্ত্বেও জমায়েত-মিছিল করতে চাইলে পুলিশ তাঁদের চলে যেতে বলে । সেই কথায় রাজি না হওয়ায় পুলিশ তাঁদের তুলতে গেলেই হয় ব‍্যাপক ধস্তাধস্তি। শেষ পর্যন্ত টেনেহিঁচড়ে, তাঁদের প্রিজন ভ‍্যানে তুলে নিয়ে চলে যায় পুলিশ ।

এদিন ইউনাইটেড স্টুডেন্ট অ্যান্ড রিসার্চ স্কলার্স অ্যাসোসিয়েশনের (USRESA) তরফে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল সকাল 11টায় । পরিকল্পনা ছিল, করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে মিছিল করে বিকাশ ভবন পর্যন্ত যাওয়া হবে । কিন্তু, করুণাময়ী বাসস্ট্যান্ডের সামনে পুলিশবাহিনী আগে থেকেই মজুত ছিল । তাই হঠাৎ করে বিকাশ ভবনের সামনে চলে আসেন বিক্ষোভকারীরা । সরাসরি বিকাশ ভবনের সামনে আসতে পারে সেই খবর পেয়ে সেখানেও আগে থেকেই ছিল পুলিশ বাহিনী, ছিল RAF বাহিনী ।

তবো জানা গিয়েছে, এই বিক্ষোভকারীদের আজকের কর্মসূচির জন্য পুলিশের অনুমতি ছিল না । তা সত্ত্বেও বিকাশ ভবনের সামনে অবস্থানে বসার অনড় মনোভাব ছিল তাঁদের মধ্যে । পুলিশের তরফে, বারবার চলে যেতে বলা হলেও তাতে নারাজ ছিল বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা । এমনকী পুলিশি ঘেরাটোপের মধ্যে থেকেও রাস্তার মাঝের ডিভাইডার বরাবর মিছিল করারও চেষ্টা করেন তাঁরা । পুলিশের তরফে মাইকিং করে বারবার বলা হয়, "এখানে 144 ধারা জারি রয়েছে। আপনারা এখান থেকে চলে যান। আপনারা শিক্ষিত, দয়া করে আইন ভাঙবেন না।" কিন্তু সেই আবেদনে কর্ণপাত না করেই স্লোগানিং চলতে থাকে । তারপরেই পুলিশ তাঁদের তুলতে গেলেই উত্তেজনা সৃষ্টি হয় । চাকরিপ্রার্থীদের সঙ্গে ব‍্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের । পুলিশ চাকরিপ্রার্থীদের টেনে নিয়ে গিয়ে গাড়িতে তুলতে গেলে বাধা দেন বিক্ষোভকারীরা । তখন কাউকে রাস্তায় টেনেহিঁচড়ে, কারো হাত পা ধরে তুলে নিয়ে যায় পুলিশ । প্রত‍্যেককেই পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় ।

বিকাশ ভবনের সামনে কলেজের চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

আজ মূলত SACT বাতিলের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছিল USRESA । তাদের দাবি, অবিলম্বে SACT প্রত্যাহার করতে হবে । CBCS-এর নিয়মের ভিত্তিতে থাকা শূন‍্যপদে সকল UGC-র যোগ্যতাসম্পন্নদের কলেজে চাকরি দিতে হবে। পিএইচডি ডিগ্রি থাকা প্রার্থীদের ক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশন পরিচালিত নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের বয়সসীমা 50 বছর করতে হবে । ট্রান্সজেন্ডার ও EWS ক‍্যাটেগরির প্রার্থীদের কলেজ সার্ভিস কমিশনে সংরক্ষণের আওতাভুক্ত করতে হবে ।

Last Updated : Jan 5, 2021, 4:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details