কলকাতা, 20 নভেম্বর : লকডাউনের সময় জেলায় ও বিভিন্ন রাজ্য়ে আটকে পড়া মানুষদের ঘরে ফিরিয়ে এনে সমাজের পাশে থেকেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC)। তাই এই ভূমিকার জন্য এবার স্কচ ওর্ডার অফ মেরিট এর (Scotch order of merit) সেমি ফাইনালে মনোনয়ন পেয়েছে SBSTC ৷ কোরোনা মোকাবিলায় রাজ্য় পরিবহণ দপ্তর একটি অত্য়ন্তগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷ সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য় ও পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে কাজ করেছে ৷ তারই পুরস্কারের জন্য় মনোনীত হয়েছে SBSTC.
'স্কচ ওর্ডার অফ মেরিট'-এর শেষ চারে SBSTC - SBSTC
পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে, বিভিন্ন জেলায় ও রাজ্য়ে আটকে থাকা ছাত্র-ছাত্রী, পরিযায়ী শ্রমিক, পর্যটক ও সাধারণ মানুষদের বাড়িতে ফেরার ব্যবস্থা করেছিল SBSTC. ছাত্র-ছাত্রী, হজ যাত্রী, বিমানবন্দরের যাত্রী ও বিভিন্ন শ্রমিক সহ আরও অন্যান্যদের ফিরিয়ে আনার ক্ষেত্রে SBSTC-র তরফে বাস পরিষেবা দেওয়া হয়েছিল ।
পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে, বিভিন্ন জেলায় ও রাজ্য়ে আটকে থাকা ছাত্র-ছাত্রী, পরিযায়ী শ্রমিক, পর্যটক ও সাধারণ মানুষদের বাড়িতে ফেরার ব্যবস্থা করেছিল SBSTC. ছাত্র-ছাত্রী, হজ যাত্রী, বিমানবন্দরের যাত্রী ও বিভিন্ন শ্রমিক সহ আরও অন্যান্যদের ফিরিয়ে আনার ক্ষেত্রে SBSTC-র তরফে বাস পরিষেবা দেওয়া হয়েছিল । শুধু তাই নয় ওই সময় যাত্রীদের জন্য যাত্রাপথেই পানীয় জল ও খাবারের ব্যবস্থাও করেছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা । এছাড়াও আগাম টিকিটের ব্যবস্থাও চালু করা হয়েছিল । স্কচ ওর্ডার অফ মেরিটের মূল অনুষ্ঠানে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল । একই সাথে পশ্চিমবঙ্গ সরকারের ই-গভর্নেন্স উদ্যোগটিও মনোনয়ন পেয়েছে স্কচ ওর্ডার অফ মেরিটের । এর আগেও রাজ্য সরকার ই-সমাধান উদ্যোগ্যের জন্য স্কচ পুরস্কার পেয়েছে।