কলকাতা, 27 ডিসেম্বর : গাড়ি চালানো শিখতে গিয়ে বিপত্তি ৷ শিক্ষানবিশ চালকের গাড়ির ধাক্কায় শহরে প্রাণ হারালেন এক বিজ্ঞানী (Scientist Dies in a car accident in Kolkata) ৷ বাইক আরোহী ওই বিজ্ঞানীকে পিয়ারলেস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃত বিজ্ঞানী সুনীল গড়াই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানী ছিলেন বলে জানা গিয়েছে ৷ সম্প্রতি বিশাখাপত্তনম থেকে কলকাতায় ফিরেছিলেন তিনি ৷
সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বিজ্ঞানীর নিউ গড়িয়া আবাসনের সামনেই। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে বাইক নিয়ে নিউ গড়িয়া আবাসন থেকে বেরোচ্ছিলেন পেশায় বিজ্ঞানী সুনীল গড়াই। উল্টোদিক থেকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে এসে ধাক্কা মারে তাঁকে। জানা গিয়েছে, গাড়ির গতি এতোটাই ছিল যে, সুনীলবাবু বাইক থেকে ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা মারেন।