কলকাতা, 27 জুন: দীর্ঘ দেড় মাসের ছুটি কাটিয়ে আবারও স্কুলে ফিরল পড়ুয়ারা (Schools reopen)৷ পুরনো ছন্দে ফিরল ছাত্রজীবন ৷ আজ থেকে খুলে গেল রাজ্যের সরকারি ও সরকার পোষিত এবং বেসরকারি সমস্ত স্কুল (Summer vacation in West Bengal)৷
তবে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও করোনা গ্রাফ আবারও ঊর্ধ্বমুখী ৷ তাই বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায় না রাজ্য শিক্ষা দফতর । গত সপ্তাহেই স্কুল খোলার প্রস্তুতি পর্ব কেমন হবে তা জানিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল ৷ সেই নির্দেশিকা স্কুলগুলিকে কঠোর ভাবে মেনে চলতে বলা হয়েছে ৷
এপ্রিল মাসে তীব্র গরমের দাবদাহে কচিকাঁচাদের হাঁসফাস করা অবস্থার কথা চিন্তা করে 2 মে থেকেই পড়ে যায় গরমের ছুটি । এরপর স্কুল খোলার কথা ছিল 15 জুন । তবে গরম বজায় থাকার কারণে সেই ছুটি বাড়ানো হয় আরও 11 দিন । স্বাভাবিক ভাবেই প্রথমে করোনা আর তারপর স্কুল খুলতে না খুলতেই আবার এতটা লম্বা ছুটির জেরে পঠনপাঠন বিঘ্নিত হয় ৷ এর ফলে পড়ুয়ারা পিছিয়ে পড়বে এই আশঙ্কায় শিক্ষা মহলে বিতর্কের ঝড় ওঠে । তবে বেসরকারি স্কুলগুলি সরকারি নির্দেশিকা না মেনে স্কুলের পঠনপাঠন জারি রাখলেও পরে শিক্ষা দফতরের নির্দেশে গরমের ছুটির দিন এগিয়ে নিয়ে আসে ।