কলকাতা, 10 মার্চ : করোনা আবহে স্কুলের (ক্লাসরুমে) পঠনপাঠনে দীর্ঘ বিরতির পর কতটা প্রস্তুত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা ? তার উত্তর পেতেই মক টেস্ট নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে স্কুলগুলি ৷ বুধবার থেকে মাধ্যমিকের মক টেস্ট শুরু হয়েছে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুলে ৷ চলবে 24 মার্চ পর্যন্ত ৷ স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা মলি বিশ্বাস এদিন বলেন, ‘‘আমাদের আজ থেকে মক-টেস্ট শুরু হয়েছে। 3 ঘন্টায় 90 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে ৷ আমরা অতিরিক্ত 15 মিনিট সময় দিচ্ছি না। ছাপানো প্রশ্নপত্রেই পরীক্ষা নেওয়া হচ্ছে।’’
মলি জানান, অনলাইন পঠনপাঠন ছাত্রীদের কতটা কাজে লেগেছে, তা বুঝতেই এই ব্য়বস্থা ৷ অভিভাবকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এবারের 150 জন মাধ্যমিক পরীক্ষার্থীর সকলেই এতে অংশগ্রহণ করছে ৷ এতে পরীক্ষার্থীরা নিজেদের ভুল ত্রুটি সংশোধনের সুযোগ পাবে বলেই মত শিক্ষিকাদের ৷
মক টেস্ট হবে যাদবপুর বিদ্যাপীঠেও। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রতিটি বিষয়ে দু’টি করে মক টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷ যাবতীয় কোভিড বিধি মেনে 23 মার্চ থেকে শুরু হবে পরীক্ষা ৷ চলবে 3 এপ্রিল পর্যন্ত ৷ উত্তরপত্র মূল্য়ায়নের পর ফেরত দেওয়া হবে 17 এপ্রিল ৷ প্রথম পর্যায়ের মক টেস্ট শেষ হলেই দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়া শুরু হবে ৷ কর্তৃপক্ষের আশা, এই দু’টি পর্যায়ে পুরো পাঠ্যক্রমই শেষ করা সম্ভব হবে ৷
আরও পড়ুন :করোনা আক্রান্ত কসবার চিত্তরঞ্জন স্কুলের শিক্ষিকা, বন্ধ হল স্কুল
অন্য কিছু স্কুলে মক টেস্টের পরিকল্পনা থাকলেও ভোটের নির্ঘণ্ট ঘোষিত হয়ে যাওয়ায় তা বাতিল করতে হয় ৷ আলিপুর মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা শম্পা নায়েক জানান, ভোটের জন্য গত 22 ফেব্রুয়ারি থেকেই স্কুলের দখল নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন ৷ ফলে প্রচুর মানুষ যাতায়াত করছেন ৷ কেন্দ্রীয় বাহিনীও ক’দিনের মধ্যে ঢুকে যাবে ৷ এই পরিস্থিতিতে কোভিড বিধি মেনে প্র্য়াকটিক্য়াল পরীক্ষা হলেও মক টেস্ট নেওয়া সম্ভব নয় ৷ বদলে 8 মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনলাইনে মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে ৷ তা চলবে 16 মার্চ পর্যন্ত ৷