কলকাতা, 28 সেপ্টেম্বর : আদালত অবমাননার নোটিশ যেতেই চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দিল স্কুল সার্ভিস কমিশন ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফের বেঞ্চের দেওয়া নির্দেশের চার মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে ৷ অভিযোগ, তার পরেও আদালতের রায় কার্যকর করছিল না স্কুল সার্ভিস কমিশন ৷ এনিয়ে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনকে আদালত অবমাননার নোটিশ দিয়েছিলেন মামলাকারীদের আইনজীবী ৷ আদালত অবমাননার নোটিশ পেয়ে তড়িঘড়ি চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দিল স্কুল সার্ভিস কমিশন ৷
প্রসঙ্গত, 2016 সালের বিজ্ঞপ্তির নিরিখে স্কুল সার্ভিস কমিশন প্রায় 16 হাজার শূন্য পদে নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল ৷ কিন্তু, স্কুল সার্ভিস কমিশনের সেই পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্রশ্ন ভুল ছিল বলে দাবি করেন চাকরিপ্রার্থী পরীক্ষার্থীরা ৷ কিন্তু, স্কুল সার্ভিস কমিশন তাদের সেই ভুল স্বীকার করতে চাননি ৷ তার পরেই চাকরিপ্রার্থীরা 2019 সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ সেই মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীবী আশিসকুমার চৌধুরী আদালতে প্রমাণ করেছিলেন যে, কমিশনের করা ইতিহাসের ওই প্রশ্নটি ভুল ছিল ৷ প্রমাণ হিসেবে তিনি, বিভিন্ন লেখকরে লেখা ইতিহাসের একাধিক পাঠ্যবই তুলে ধরেন ৷ সেখানে দেখা যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রশ্নপত্রের প্রশ্ন ভুল ছিল ৷