পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিক্ষক-শিক্ষিকাদের পে-প্রোটেকশন দিল স্কুল শিক্ষা দপ্তর

সম্প্রতি স্কুল শিক্ষা দপ্তর একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, যে সকল পোস্ট-গ্র্যাজুয়েট ইন-সার্ভিস শিক্ষক-শিক্ষিকারা পোস্ট-গ্র্যাজুয়েট ক্যাটাগরিতেই যোগ দিয়েছেন বা পাস-গ্র্যাজুয়েট ইন-সার্ভিস শিক্ষক-শিক্ষিকারা পাস-গ্র্যাজুয়েট ক্যাটাগরিতেই যোগ দিয়েছেন তাঁদের পে-প্রোটেকশন দেওয়া হবে ।

পে-প্রোটেকশন দিল স্কুল শিক্ষা দপ্তর

By

Published : Aug 7, 2019, 11:59 AM IST

Updated : Aug 8, 2019, 1:29 AM IST

কলকাতা, 7 অগাস্ট : উচ্চপদ বা ঘরের কাছে স্কুলে কাজের সুযোগ পেতে গিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে রাজ্যের বহু ইন-সার্ভিস শিক্ষক-শিক্ষিকাদের । 2016 সালে SLST পরীক্ষায় বসেন একাদশ-দ্বাদশের এই শিক্ষক-শিক্ষিকারা । লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতে উত্তীর্ণ হয়ে নিয়ম অনুযায়ী পুরোনো স্কুলের চাকরি ছেড়ে নতুন স্কুলে আসার পরই বাধে বিপত্তি । অভিযোগ, তাঁদের সার্ভিস কন্টিনিউয়েশন ও পে-প্রোটেকশন না দিয়ে ইনিসিয়াল অর্থাৎ প্রথম ধাপের বেতন দেওয়া হচ্ছে । কারও ক্ষতির পরিমাণ মাসে 17 হাজার, তো কারও 13 হাজার টাকা । অবশেষে এই ক্ষতির হাত থেকে মুক্তি পেতে চলেছেন একই ক্যাটাগরির পদে যোগ দেওয়া শিক্ষক-শিক্ষিকারা । সম্প্রতি স্কুল শিক্ষা দপ্তর একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, যে সকল পোস্ট-গ্র্যাজুয়েট ইন-সার্ভিস শিক্ষক-শিক্ষিকারা পোস্ট-গ্র্যাজুয়েট ক্যাটাগরিতেই যোগ দিয়েছেন বা পাস-গ্র্যাজুয়েট ইন-সার্ভিস শিক্ষক-শিক্ষিকারা পাস-গ্র্যাজুয়েট ক্যাটাগরিতেই যোগ দিয়েছেন তাঁদের পে-প্রোটেকশন দেওয়া হবে ।

আরও পড়ুন : পরীক্ষা ও ইন্টারভিউতে উত্তীর্ণ হয়েও মিলছে না প্রাপ্য বেতন

1 অগাস্ট নির্দেশিকা জারি করে সেম ক্যাটেগরির পদে নিযুক্ত ইন-সার্ভিস শিক্ষক-শিক্ষিকাদের পে-প্রোটেকশন দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর । তারপর 6 অগাস্ট আর একটি নির্দেশিকা জারি করে হায়ার ক্যাটেগরি পদে যোগ দেওয়া ইন-সার্ভিস শিক্ষক-শিক্ষিকাদেরও পে-প্রোটেকশন ও সার্ভিস কন্টিনিউয়েশন দিল স্কুল শিক্ষা দপ্তর । শিক্ষা দপ্তর থেকে রাজ্যের সব জেলা পরিদর্শকের কাছে পাঠানো এই মেমোতে বলা হয়েছে, সহকারী শিক্ষক-শিক্ষিকা যারা পাস গ্র্যাজুয়েট পে-স্কেল বা অনার্স গ্র্যাজুয়েট পে-স্কেল পাচ্ছেন এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে এবং পরে পোস্ট গ্র্যাজুয়েট পে-স্কেলে নিয়োগ হয়েছেন কোনও প্রতিষ্ঠানে প্রপার চ্যানেলের মাধ্যমে, তাঁরা পে-প্রোটেশনের জন্য যোগ্য ।

নির্দেশিকায় রয়েছে, ইন-সার্ভিস সহকারি শিক্ষক-শিক্ষিকা যাঁরা স্কুল সার্ভিস কমিশনের সুপারিশে নতুন করে নিয়োগ হয়েছেন স্নাতক ও স্নাতকোত্তর ক্যাটাগরিতে তাঁদের পে-প্রোটেকশন ও বেতনের বিষয়টি বেশ কিছু সময় ধরেই সরকারের বিবেচনাধীন ছিল । বিবেচনা করার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্নাতকোত্তর ডিগ্রি থাকা যে সকল শিক্ষক-শিক্ষিকা স্নাতকোত্তর ক্যাটাগরি পদে রয়েছেন ও স্নাতকোত্তর পে-স্কেল পান তাঁদের বয়স বিজ্ঞাপন প্রকাশের বছরের 1 জানুয়ারি 40 বছরের মধ্যে হলে তাঁরা স্নাতকোত্তর ক্যাটাগরির শিক্ষক পদের জন্য আবেদন করার জন্য যোগ্য । 16 এপ্রিল 1996 সালে এই দপ্তর দ্বারা জারি করা মেমো অনুযায়ী তাঁরা তাঁদের শেষ বেতন প্রোটেকশনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন । সম্মতি জানিয়ে অর্থ দপ্তরের চলতি বছর 1 জুলাইয়ের মেমো অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । একই প্রিন্সিপাল পাস-গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে এমন শিক্ষক-শিক্ষিকা যাঁরা পাস-গ্র্যাজুয়েট ক্যাটাগরি পদে রয়েছেন তাঁদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে । তাঁরাও পাস-গ্র্যাজুয়েট ক্যাটাগরি পদের জন্য আবেদন করতে পারবেন বয়সসীমা মেনে ও তারপরে প্রয়োজনীয় পে-প্রোটেকশন পাবেন । এই নির্দেশিকা স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পনসর্ড স্কুল এবং মাইনোরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা এডুকেশন বোর্ডের অধীনস্থ সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে ।

বহু মাস আগে কাজে নতুন স্কুলে যোগ দিয়েও পে-প্রোটেকশন পাচ্ছেন না এমন বহু শিক্ষক-শিক্ষিকা রয়েছেন রাজ্যজুড়ে । তাঁদের মধ্যে কেউ কেউ একই ক্যাটাগরিতে, আবার কেউ কেউ উচ্চ ক্যাটাগরিতে যোগ দিয়েছেন । কিন্তু প্রত্যেকেরই বেতন ইনিশিয়াল স্টেজ থেকে দেওয়া হচ্ছে । বাগবাজার মাল্টিপারপাস স্কুলের শিক্ষিকা পরমা মাঝি । তিনি সেপ্টেম্বর মাসে নতুন স্কুলে যোগ দিয়েও পে-প্রোটেকশন পাননি । তাঁর অভিযোগ, প্রতিমাসে 13 হাজার টাকা করে ক্ষতি হচ্ছে । পূর্ব-বর্ধমানের সুনীল কুমার ঘোষ পাস-গ্র্যাজুয়েট থেকে পোস্ট-গ্র্যাজুয়েট পোস্টে যোগ দেন ৷ তিনিও একই সমস্যার সম্মুখীন হন । তাঁর আর্থিক ক্ষতির পরিমাণ মাসে প্রায় 17 হাজার টাকা ৷

স্কুল সার্ভিস কমিশনের গেজেট অনুযায়ী, লোয়ার থেকে হায়ার স্কেলে যাওয়ার জন্য নির্দিষ্ট বয়সসীমার মধ্যে আবেদন করা যাবে । তবে সার্ভিস কন্টিনিউয়েশন বা পে-প্রোটেকশন SSC-র আওতায় না থাকায় সেবিষয়ে কিছু বলা নেই গেজেটে । ইন-সার্ভিসদের সার্ভিস কন্টিনিউয়েশন ও পে প্রোটেকশনের বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে , ROPA-90-র সময় 1995 সালে শিক্ষক-শিক্ষিকাদের সার্ভিস কন্টিনিউয়েশন ও পে প্রোটেশন দেওয়ার বিষয়ে একটি বিজ্ঞপ্তি ছিল । সেই অনুযায়ী 2005 সাল পর্যন্ত ইন-সার্ভিস শিক্ষক-শিক্ষিকারা এই সুবিধা ভোগ করতে পারতেন । কিন্তু, ROPA-2009-এ এই ধরনের কোনও বিজ্ঞপ্তি জারি না করাতেই এই সমস্যা হচ্ছে । স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক আগেই জানিয়েছিলেন, ইন-সার্ভিস শিক্ষক-শিক্ষিকারা যদি দপ্তরের প্রতিটি নিয়ম মেনে পরীক্ষায় বসে নতুন স্কুলে জয়েন করে থাকেন তাহলে তাঁদের প্রাপ্য তাঁরা পাবেন । তারজন্য প্রয়োজন অর্থ দপ্তরের সম্মতির । অবশেষে অর্থ দপ্তরের সেই সম্মতি পেয়ে পে-প্রোটেকশন পেলেন একই ক্যাটাগরির পদে যোগ দেওয়া নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা । কিন্তু লোয়ার বা হায়ার ক্যাটাগরির পদে যোগ দিয়েছেন যে সকল শিক্ষক-শিক্ষিকারা তাঁদের পে-প্রোটেকশনের বিষয়টি নিয়ে এখনও কিছু জানায়নি স্কুল শিক্ষা দপ্তর ।

Last Updated : Aug 8, 2019, 1:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details