পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বন্ধ আয়, গাড়ি বিকলের আশঙ্কা স্কুল বাস ও পুলকার মালিকদের - কলকাতা

এই লকডাউনের জেরে কাজ হারিয়েছেন স্কুল বাস ও পুলকারের চালকরা ৷ তাঁদের আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয় ৷ ফলে আয় না থাকায় স্কুল বাস ও পুলকারের চালক এবং কর্মীদের সেভাবে সাহায্য়ও করতে পারছেন না মালিকরা ৷ এ নিয়ে পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশনের সেক্রেটারি সুদীপ দত্ত বলেন, বাসগুলি অনেকদিন না চলায় অধিকাংশের ব্য়াটারির সেল নষ্ট হয়ে যেতে পারে ৷

school_bus_and_pool_car_owners_are_in_big_trouble_for_maintainence
বন্ধ আয়, বিকল গাড়ি নিয়ে চিন্তায় স্কুল বাস ও পুলকার মালিকরা

By

Published : Nov 6, 2020, 2:36 PM IST

Updated : Nov 6, 2020, 4:01 PM IST

কলকাতা, 6 নভেম্বর : কোরোনা আবহের মধ্য়েই স্বাভবিক হয়েছে জনজীবন ৷ শুরু হয়েছে যান চলাচল ৷ কিন্তু, পড়ুয়াদের সংক্রমণের হাত থেকে বাঁচাতে বন্ধ রয়েছে স্কুল, কলেজ ৷ এই পরিস্থিতিতে এবার দুশ্চিন্তায় পড়েছেন স্কুল বাস ও পুলকার মালিকেরা ৷ দীর্ঘদিন গাড়িগুলি গ্য়ারেজে পড়ে থাকায় ব্য়াটারি, টায়ার-টিউব ও অন্য়ান্য় যন্ত্রাংশে গোলযোগ দেখা দিতে পারে ৷ এমনই আশঙ্কা করছেন তাঁরা ৷ প্রায় ন’মাস গ্য়ারেজে পড়ে থেকে গাড়ির ব্য়াটারি ও ইঞ্জিন বিকল হওয়ার সম্ভাবনা প্রবল ৷ ফলে স্কুল খুললে রাস্তায় গাড়ি নামালে তা খারাপ হয়ে যেতে পারে বলে জানাচ্ছেন বাস ও পুলকার মালিকরা ৷ পাশাপাশি, নেই কোনও আয় ৷ ফলে, গাড়িগুলিকে মেরামত করে রাস্তায় নামানোর মতো অর্থও তাঁদের হাতে নেই ৷ সব মিলিয়ে এবার চিন্তার পাহাড় স্কুল বাস ও পুলকার মালিকদের মাথায় ৷

শুধু তাই নয়, এই লকডাউনের জেরে কাজ হারিয়েছেন স্কুল বাস ও পুলকারের চালকরা ৷ তাঁদের আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয় ৷ ফলে আয় না থাকায় স্কুল বাস ও পুলকারের চালক এবং কর্মীদের সেভাবে সাহায্য়ও করতে পারছেন না মালিকরা ৷ এ নিয়ে পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশনের সেক্রেটারি সুদীপ দত্ত বলেন, বাসগুলি অনেকদিন না চলায় অধিকাংশের ব্য়াটারির সেল নষ্ট হয়ে যেতে পারে ৷ ফলে অকেজো হয়ে যায় ব্য়াটারি ৷ ফলে স্কুল খুললে গাড়ি বা বাসগুলিকে পথে নামাতে হলে, আগে সেগুলির ব্য়াটারি বদল করতে হবে ৷ এমনকী টায়ারের ক্ষতিও হয়েছে ৷ পড়ে থেকে থেকে টায়ারের হাওয়া কমে ক্ষতি হয়েছে টিউবের ৷ এমনকী প্রচুর রবারের জিনিস থাকে বাস বা গাড়িতে ৷ সেগুলিকে ব্য়বহার না হয়ে শক্ত হয়ে গিয়েছে ৷ ক্ষতি হয়েছে বাস ও গাড়ির বডিতেও ৷ তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, স্কুল খুললে প্রথম পাঁচ থেকে ছ’দিন গাড়িগুলি স্বাভাবিকভাবেই বিকল হয়ে পড়বে ৷ তাই তার জন্য় গাড়িগুলির মেরামতি করাতে হবে ৷ যার অনেক খরচ ৷ এতদিন কোনো উপার্জন না থাকায়, সেই অর্থ কোথা থেকে জোগাড় হবে তা নিয়ে চিন্তায় আছেন বলে জানান পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশনের সেক্রেটারি ৷

বন্ধ আয়, বিকল গাড়ি নিয়ে চিন্তায় স্কুল বাস ও পুলকার মালিকরা
অন্য়দিকে, ওয়েস্টবেঙ্গল কন্ট্রাক্ট ক্যারেট অনার্স এন্ড অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিমাদ্রি গঙ্গোপাধ্যায় বলেন , তাঁদের বাসগুলি আজ দীর্ঘ দিন চলাচল করছে না। স্বাভাবিক ভাবেই আবার যখন গাড়িগুলি পথে নমবে তখন বিভিন্ন যান্ত্রিক সমস্যা দেখা দেবেই। এই বাসগুলিকে আবার ভালোভাবে মেরামত করে তবেই আবার চালানো সম্ভব। এর জন্য একটা বিরাট অঙ্কের টাকা খরচ হবে বলেই জানান তিনি ৷
বন্ধ আয়, গাড়ি বিকলের আশঙ্কা স্কুল বাস ও পুলকার মালিকদের
Last Updated : Nov 6, 2020, 4:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details