কলকাতা, 1 সেপ্টেম্বর: সকাল থেকেই কলকাতায় আকাশ মেঘলা রয়েছে । দফায় দফায় বৃষ্টি চলছে শহর ও শহরতলি জুড়ে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে রাজ্যের অধিকাংশ জেলায় । দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে । উত্তরবঙ্গের জেলাগুলোতে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে আগামী 24 ঘণ্টায় ভারীর বৃষ্টি হতে পারে । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মালদা ও উত্তর দিনাজপুরে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস - বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে আগামী 24 ঘণ্টায় ভারীর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে । কলকাতায় আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও আজ সারাদিন বৃষ্টি চলবে । উত্তরবঙ্গ থেকে মণিপুর পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে । এই মৌসুমি অক্ষরেখাটি উত্তরবঙ্গ থেকে অসম হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে ।
কলকাতায় গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 96% ও সর্বনিম্ন 58%। গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 9 মিলিমিটার। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।