পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যে আতসবাজি নিষিদ্ধই, বাজি ব্যবসায়ীদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের - supreme court

কলকাতা হাইকোর্ট 5 নভেম্বর রায় দেয়, রাজ্যজুড়ে কালীপুজোয় বাজি নিষিদ্ধ । এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যান বাজি ব্যবসায়ীরা ।

sc reject plea against hc order on firecrackers
বাজি নিয়ে হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টের

By

Published : Nov 11, 2020, 11:34 AM IST

কলকাতা, 11 নভেম্বর : আতসবাজি নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিলেন বাজি ব্যবসায়ীরা । আজ তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ।

কালীপুজোয় রাজ্যজুড়ে আতসবাজির বিক্রি ও ব্যবহার বন্ধের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ দীপাবলি ও ছটপুজোতেও বাজি নিষিদ্ধ করা হয় ৷ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ 5 নভেম্বর এই নির্দেশ দেন ৷ বাজি কেনাবেচার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান বাজি ব্যবসায়ীরা ।

ব্যবসায়ীদের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, ''আমরা উৎসবের গুরুত্ব বুঝি । কিন্তু এখন আমরা যে পরিস্থিতিতে আছি, সেখানে জীবনই বিপদের মধ্যে রয়েছে । জীবন রক্ষার থেকে অন্য কোনও বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে না ।"

ABOUT THE AUTHOR

...view details