নয়াদিল্লি, 13 ডিসেম্বর : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও লাভ হল না পশ্চিমবঙ্গ সরকারের ৷ তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা সোমবার শুনতেই চাইল না শীর্ষ আদালত (sc refuses to interfere with cal hc stay on cases against bjp leader suvendu adhikari) ৷ এই নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের উপর হস্তক্ষেপ করতে সুপ্রিম কোর্ট রাজি হয়নি ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত কয়েকমাসে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (WB Leader of Opposition Suvendu Adhikari) বিরুদ্ধে 5টি মামলা দায়ের হয় ৷ এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন নন্দীগ্রামের বিধায়ক ৷ কলকাতা হাইকোর্ট ওই মামলায় শুভেন্দুকে রক্ষাকবচ দেয় ৷ রাজ্য সরকারকে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় যে গ্রেফতার বা ওই মামলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে গেলে ৷