কলকাতা, 7 জুলাই : ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিস্ফোরক সৌমিত্র খাঁ ৷ ফেসবুক লাইভে এসে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সতীর্থ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ দাবি করলেন, দিল্লির নেতৃত্বকে বারবার ভুল বোঝানো হচ্ছে ৷
প্রসঙ্গত, বুধবার দুপুরে বিজেপির যুব মোর্চার পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেন সৌমিত্র খাঁ ৷ ফেসবুকে তিনি এই নিয়ে দু’টো পোস্ট করেন ৷ আর কিছুক্ষণের মধ্যেই হাজির হন ফেসবুক লাইভে ৷ আর সেই লাইভ থেকে একের পর প্রশ্ন ছুঁড়ে দেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷
আরও পড়ুন :বাংলা থেকে 4, মোট 43 মন্ত্রীর আজ শপথ
আজ সন্ধ্যায় মোদির মন্ত্রিসভার রদবদল হতে চলেছে ৷ সেই রদবদলে বাংলা থেকে চার জন মন্ত্রী হতে পারেন বলে খবর ৷ সেই মন্ত্রীদের লাইভে শুভেচ্ছা জানান সৌমিত্র ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানান বাংলা থেকে চার জনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য ৷
তার পর তিনি ব্যাখ্যা করেন যে কেন তিনি যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন ৷ সৌমিত্রর দাবি, বিধানসভা ভোটে হারার দায় স্বীকার করে তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ৷ তবে তিনি বিজেপি ছাড়ছেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন ৷
আরও পড়ুন :সৌমিত্রকে মর্যাদা দেয়নি বিজেপি, তৃণমূলে দেখতে চান সুজাতা