পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দিল্লিকে ভুল বোঝানো বিরোধী দলনেতাকে আয়নায় মুখ দেখার পরামর্শ সৌমিত্রর - বিজেপি

ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিস্ফোরক সৌমিত্র খাঁ ৷ ফেসবুক লাইভে এসে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সতীর্থ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ দাবি করলেন, দিল্লির নেতৃত্বকে বারবার ভুল বোঝানো হচ্ছে ৷

saumitra khan slams suvendu adhikari after resigning bjym bengal president post
দিল্লির নেতৃত্বকে ভুল বোঝাচ্ছেন শুভেন্দু, বিস্ফোরক সৌমিত্র

By

Published : Jul 7, 2021, 4:09 PM IST

Updated : Jul 7, 2021, 7:42 PM IST

কলকাতা, 7 জুলাই : ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিস্ফোরক সৌমিত্র খাঁ ৷ ফেসবুক লাইভে এসে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সতীর্থ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ দাবি করলেন, দিল্লির নেতৃত্বকে বারবার ভুল বোঝানো হচ্ছে ৷

প্রসঙ্গত, বুধবার দুপুরে বিজেপির যুব মোর্চার পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেন সৌমিত্র খাঁ ৷ ফেসবুকে তিনি এই নিয়ে দু’টো পোস্ট করেন ৷ আর কিছুক্ষণের মধ্যেই হাজির হন ফেসবুক লাইভে ৷ আর সেই লাইভ থেকে একের পর প্রশ্ন ছুঁড়ে দেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷

আরও পড়ুন :বাংলা থেকে 4, মোট 43 মন্ত্রীর আজ শপথ

আজ সন্ধ্যায় মোদির মন্ত্রিসভার রদবদল হতে চলেছে ৷ সেই রদবদলে বাংলা থেকে চার জন মন্ত্রী হতে পারেন বলে খবর ৷ সেই মন্ত্রীদের লাইভে শুভেচ্ছা জানান সৌমিত্র ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানান বাংলা থেকে চার জনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য ৷

তার পর তিনি ব্যাখ্যা করেন যে কেন তিনি যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন ৷ সৌমিত্রর দাবি, বিধানসভা ভোটে হারার দায় স্বীকার করে তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ৷ তবে তিনি বিজেপি ছাড়ছেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন ৷

দিল্লিকে ভুল বোঝানো বিরোধী দলনেতাকে আয়নায় মুখ দেখার পরামর্শ সৌমিত্রর

আরও পড়ুন :সৌমিত্রকে মর্যাদা দেয়নি বিজেপি, তৃণমূলে দেখতে চান সুজাতা

কিন্তু প্রশ্ন তুলেছেন বিজেপির বর্তমান কর্মপদ্ধতি নিয়ে ৷ সরাসরি তোপ দেগেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ বলেছেন, ‘‘বিধানসভার যিনি দলনেতা হয়েছেন, তিনি নিজেকে জাহির করছেন, দলকে জাহির করছেন না ৷ যেভাবে চলছে, তাতে যুব মোর্চা হিসেবে লড়াই করা কঠিন ৷’’

তাঁর দাবি, তাঁকে যা দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সেই দায়িত্ব পালন করেছেন ৷ তিনি কোনও লোভ নিয়ে বিজেপিতে আসেননি ৷ আর এখনও কোনও লোভ তাঁর নেই ৷

আরও পড়ুন :Soumitra Khan : বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়লেন সৌমিত্র

কিন্তু তাঁর আক্ষেপ, বারবার দিল্লি গিয়ে নেতৃত্বকে ভুল বোঝাচ্ছেন শুভেন্দু অধিকারী ৷ তিনি দেখাচ্ছেন যে তিনি বিজেপির বড় নেতা ৷ বাংলায় বিজেপি যেভাবে চলছে, তাতে ভাল কিছু হবে না ৷

একই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও কটাক্ষ করেছেন সৌমিত্র খাঁ ৷ তিনি বলেছেন, ‘‘আমাদের সভাপতিকে বললে তিনি অর্ধেক বোঝেন, অর্ধেক বোঝেন না ৷’’

আরও পড়ুন :Cabinet Reshuffle : হর্ষ বর্ধন-সহ একাধিক মন্ত্রীর ইস্তফা, সরলেন দেবশ্রী-বাবুলও

বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ তিনি সৌমিত্রকে নিজের ভাই বলে উল্লেখ করেন ৷ ব্যাপারটিকে গুরুত্ব দিতে চান না বলে জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক ৷

Last Updated : Jul 7, 2021, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details