কলকাতা, 28 অগস্ট:কোনওভাবেই বাগে আনা যাচ্ছে না দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে (Saugata Roy)। কয়েকদিন অন্তর অন্তর বিস্ফোরক বক্তব্য রাখছেন তিনি । তার সাম্প্রতিকতম উদাহরণ সামনে এসেছে শনিবার রাতে ডানলপ মোড়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভায় । এই সভা থেকেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি । একইসঙ্গে আক্রমণ করেছেন কংগ্রেস এবং সিপিএমকে (Saugata Roy slams BJP and CPIM) । আর তাঁর বক্তব্য প্রকাশ্যে আসতেই সেই বক্তব্যের ভাষা নিয়ে শুরু হয়েছে বিতর্ক । বাম এবং বিজেপি একযোগে সৌগত রায়ের বিরুদ্ধে সরব হয়েছে । এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।
ঠিক কী বলেছেন তৃণমূল সাংসদ? শনিবার সন্ধ্যায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে 'এইট পাশ ফিডার মিস্ত্রি' বলে কটাক্ষ করেছেন । তিনি বলেন, 'কয়েকটা বাঁদর আছে বিজেপি করে, দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার না কি নাম! আগে দিলীপ ঘোষ অশিক্ষিত ছিল, ক্লাস এইট পাস, ফিডার মিস্ত্রি! আমি ভাবতাম ও যা বলে বলুক । কিন্তু এখন দেখছি সুকান্ত মজুমদার যিনি বোটানির অধ্যাপক তিনিও একই ভাষায় উগ্র কথা বলছেন ।'
আরও পড়ুন:অভিমান অতীত, তৃণমূল মুখপাত্র হিসাবে ফের সক্রিয় কুণালের উপন্যাসসমগ্র উদ্বোধন অভিষেকের হাতে
এখানেই শেষ নয়, এই মঞ্চ থেকেই তিনি রাজ্যের বিরোধীদলকে লক্ষ্য করে বলেন, 'সিপিএম, কংগ্রেস আর বিজেপির কেউ যদি থাকেন, তাঁদের আমি হুঁশিয়ারি দিয়ে এই ডানলপের মোড়ে বলে দিচ্ছি, তিনবারের সাংসদ হিসাবে আপনারা যদি এখনও নিজেদের নিয়ন্ত্রণ না করেন, তাহলে কেউ যদি আপনাদের জুতোপেটা করে আপনারা দুঃখ পাবেন না ।'