পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Saugata Roy আবার বেলাগাম সৌগত, সমালোচনা সুকান্ত ও সুজনের - Saugata Roy slams BJP and CPIM

দিলীপ ঘোষ অশিক্ষিত । ক্লাস এইট পাস করা ফিডার মিস্ত্রি ৷ এমনই ভাষায় দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন সৌগত রায় ৷ এছাড়াও সিপিএমকে নিয়েও মন্তব্য করেন তিনি ৷ পালটা দিলেন সুজন সুকান্তরাও (Saugata Roy slams BJP and CPIM) ৷

Saugata Roy on Sukanta and Sujan
সৌগত রায়ের মন্তব্যকে কটাক্ষ সুকান্ত-সুজনের

By

Published : Aug 28, 2022, 3:54 PM IST

কলকাতা, 28 অগস্ট:কোনওভাবেই বাগে আনা যাচ্ছে না দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে (Saugata Roy)। কয়েকদিন অন্তর অন্তর বিস্ফোরক বক্তব্য রাখছেন তিনি । তার সাম্প্রতিকতম উদাহরণ সামনে এসেছে শনিবার রাতে ডানলপ মোড়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভায় । এই সভা থেকেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি । একইসঙ্গে আক্রমণ করেছেন কংগ্রেস এবং সিপিএমকে (Saugata Roy slams BJP and CPIM) । আর তাঁর বক্তব্য প্রকাশ্যে আসতেই সেই বক্তব্যের ভাষা নিয়ে শুরু হয়েছে বিতর্ক । বাম এবং বিজেপি একযোগে সৌগত রায়ের বিরুদ্ধে সরব হয়েছে । এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

ঠিক কী বলেছেন তৃণমূল সাংসদ? শনিবার সন্ধ্যায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে 'এইট পাশ ফিডার মিস্ত্রি' বলে কটাক্ষ করেছেন । তিনি বলেন, 'কয়েকটা বাঁদর আছে বিজেপি করে, দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার না কি নাম! আগে দিলীপ ঘোষ অশিক্ষিত ছিল, ক্লাস এইট পাস, ফিডার মিস্ত্রি! আমি ভাবতাম ও যা বলে বলুক । কিন্তু এখন দেখছি সুকান্ত মজুমদার যিনি বোটানির অধ্যাপক তিনিও একই ভাষায় উগ্র কথা বলছেন ।'

আরও পড়ুন:অভিমান অতীত, তৃণমূল মুখপাত্র হিসাবে ফের সক্রিয় কুণালের উপন্যাসসমগ্র উদ্বোধন অভিষেকের হাতে

এখানেই শেষ নয়, এই মঞ্চ থেকেই তিনি রাজ্যের বিরোধীদলকে লক্ষ্য করে বলেন, 'সিপিএম, কংগ্রেস আর বিজেপির কেউ যদি থাকেন, তাঁদের আমি হুঁশিয়ারি দিয়ে এই ডানলপের মোড়ে বলে দিচ্ছি, তিনবারের সাংসদ হিসাবে আপনারা যদি এখনও নিজেদের নিয়ন্ত্রণ না করেন, তাহলে কেউ যদি আপনাদের জুতোপেটা করে আপনারা দুঃখ পাবেন না ।'

এদিন পার্থ চট্টোপাধ্যায় নিয়েও তোপ দাগেন এই তৃণমূল সাংসদ । তিনি বলেন, 'যার বিরুদ্ধে দুর্নীতির স্পষ্ট অভিযোগ আসবে, ঠিক যেমন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এসেছিল, তার তৃণমূল কংগ্রেসের জায়গা হবে না ।' তিনিও বলেন, 'কোনওভাবে দুর্নীতিবাজদের তৃণমূল কংগ্রেস রেয়াত করবে না ৷'

এদিন সৌগত রায়ের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তার কঠোর সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । তিনি বলেন, 'তৃণমূল কংগ্রেস যে একজন শিক্ষিত মার্জিত অধ্যাপককেও কীভাবে হার্মাদে পরিণত করতে পারে তার উদাহরণ সাংসদ সৌগত রায় । তিনি জানেন লোকসভায় টিকিট পাবেন না । তাই নম্বর বাড়াতে এই ধরনের ভাষণ দিচ্ছেন । বয়স হয়েছে, অধ্যাপক মানুষ, তাঁর মুখে এই ধরনের কথা মানায় না । তাঁকে সংযত হতে বলুন, না হলে মানুষ ওঁকে গণতন্ত্রের জুতো দিয়ে জুতোপেটা করবে "

আরও পড়ুন:ছাত্রছাত্রীরাই জাতির ভবিষ্যৎ, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতা ও অভিষেকের

সমালোচনায় সরব হয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও (Sujan Chakraborty)। তিনি বলেন, "সৌগতবাবু ইদানিং যেসব কথা বলছেন তাতে জবাব দেওয়ার কিছু থাকে না । বয়স হয়েছে । দলে গুরুত্ব পাচ্ছেন না । তাই কায়দাবাজির কথা বলে, দলে নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন । সৌগতবাবু নিজেই বলেছেন তৃণমূল কংগ্রেসে 95 শতাংশ ভালো, পাঁচ শতাংশ খারাপ । উনি ওই পাঁচ শতাংশের লিস্ট দিয়ে দিন । তাহলেই আর কেউ চোর ধরো জেল ভরোর কথা বলবে না ।"

ABOUT THE AUTHOR

...view details