পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Saugata Roy: পৌরনির্বাচনে হিংসার অভিযোগ অসত্য, দাবি সৌগতর - কলকাতা

রাজ্যের পৌরনির্বাচন এবং উপনির্বাচনে হিংসার অভিযোগ উড়িয়ে দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) ৷ ত্রিপুরায় হার নিয়ে তাঁর বার্তা, আগামী কয়েক মাসের মধ্য়েই পরস্থিতি তৃণমূলের অনুকূলে চলে আসবে ৷

Saugata Roy denies of any violence during municipal election and byelection
Saugata Roy: পৌরনির্বাচনে হিংসার অভিযোগ 'অসত্য', দাবি সৌগতর

By

Published : Jun 27, 2022, 2:06 PM IST

দমদম, 27 জুন: রবিবারই রাজ্যের একাধিক পৌর এলাকায় নির্বাচন ও উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷ সেই প্রক্রিয়া ঘিরে ফের একবার কারচুপি ও অশান্তির অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা ৷ যদিও তাঁদের এই দাবি ইতিমধ্যেই উড়িয়ে দিয়েছে সরকারপক্ষ ৷ সোমবার একই সুর শোনা গিয়েছে শাসকদলের সাংসদ তথা অন্যতম প্রবীণ নেতা সৌগত রায়ের (Saugata Roy) গলায় ৷

এ দিন তিনি বলেন, বিরোধীরা ভোট চলাকালীন যে হিংসার অভিযোগ তুলছেন, তা একেবারেই অসত্য ৷ রবিবার সৌগতর সংসদীয় এলাকাতেও একাধিক পৌরসভায় ভোট হয়েছে ৷ ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে বেশ কিছু ভোটগ্রহণকেন্দ্রে ৷ কিন্তু, সাংসদের দাবি, এমন কোনও ঘটনা ঘটেনি ৷ বরং, ছাপ্পার অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি ৷

অন্যদিকে, রবিবারই ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে ৷ সংশ্লিষ্ট চারটি কেন্দ্রেই চতুর্থ স্থানে থেকেছে তৃণমূল কংগ্রেস ৷ এ নিয়ে বিজেপি-র কটাক্ষের শিকার হতে হয়েছে তৃণমূলকে ৷ যদিও ঘাসফুল শিবিরের দাবি, হিংসা আর ছাপ্পাকে আশ্রয় করেই চারটির মধ্যে তিনটি আসনে জয়ী হয়েছে বিজেপি ৷ এ দিন এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সৌগত বলেন, "বিজেপি একটি আসনে হেরেছে ৷ এটাই তো তাদের কাছে ধাক্কা !" প্রসঙ্গত, ত্রিপুরার আগরতলা আসনটিতে জয়ী হয়েছে কংগ্রেস ৷ সৌগত সেকথাই এ দিন উল্লেখ করেছেন ৷

আরও পড়ুন:Tripura By-poll Result: ত্রিপুরায় ঘাসফুল ফুটবেই, তেইশের নির্বাচন নিয়ে আশাবাদী কুণাল

পাশাপাশি, ত্রিপুরা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সৌগত বলেন, তাঁরা সবেমাত্র সে রাজ্য়ে সংগঠন শুরু করেছেন ৷ তাই এমন ফল হয়েছে ৷ তবে, আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগেই পরিস্থিতি বদলে যাবে বলে দাবি করেছেন সৌগত ৷ প্রসঙ্গত, রবিবার কুণাল ঘোষও দাবি করেছিলেন, তেইশের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিকল্প সরকার গঠনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসই নেতৃত্ব দেবে ৷

সৌগত রায়ের নিশানায় বিরোধীরা ৷

অন্যদিকে, রবিবারের ফল বলছে, লোকসভা উপনির্বাচনে উত্তরপ্রদেশের দু'টি আসনেই জয়ী হয়েছে বিজেপি ৷ সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সৌগতর সাফ কথা, যোগী রাজ্যে মেরুকরণই হল রাজনীতির শেষ কথা ৷ ধর্মীয় বিভাজনকে হাতিয়ার করে সেখানে ভোট হয় ৷ তাছাড়া, বিজেপি সেখানে ক্ষমতায় আছে ৷ তাই এই ফলাফল খুব একটা অস্বাভাবিক নয় ৷

ABOUT THE AUTHOR

...view details