কলকাতা, 29 ডিসেম্বর : বছর শেষেও অব্যাহত রাজভবন বনাম রাজ্য সরকারের দ্বন্দ্ব ৷ বিশেষ করে, যত দিন যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) মধ্যে প্রশাসনিক টানাপোড়েনও ততই প্রকট হচ্ছে ৷ এমন প্রেক্ষাপটে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তৃণমূল সাংসদ তথা রাজ্যের অন্যতম প্রবীণ রাজনীতিক সৌগত রায় ৷ তাঁর দাবি, মুখমন্ত্রীর ভাবমূর্তি কলুষিত করতে হোয়াট্সঅ্য়াপে বিভ্রান্তি ছড়াচ্ছেন রাজ্যপাল (Saugata Roy blames Governor Jagdeep Dhankhar for sending misleading messages about Mamata Banerjee) !
আরও পড়ুন :Jagdeep Dhankhar Tweets : সিনিয়র কনসালট্যান্টস পদে নিয়োগের বিস্তারিত জানতে চেয়ে টুইট রাজ্যপালের
এই প্রসঙ্গে সৌগত রায় বলেন, ‘‘রাজ্যপাল হোয়াট্সঅ্যাপ করে বিভ্রান্তি ছড়াচ্ছেন ৷ মুখ্যমন্ত্রীর নিন্দা করে প্রায়ই মেসেজ পাঠাচ্ছেন তিনি ৷ আমি তার কোনও জবাব দিচ্ছি না ৷ কারণ, আমি জবাব দিলেই তিনি আবার সেসব টুইট করে প্রকাশ করে দেবেন ৷ এসব করে আসলে তিনি বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ৷’’ সৌগতর অভিযোগ, রাজ্যপাল ধূর্ত রাজনীতিকের মতো আচরণ করছেন ৷ উদাহরণ স্বরূপ তিনি বলেন, ‘‘22 ডিসেম্বর রাজ্যপাল বললেন, হাওড়া সমস্যা মিটে গিয়েছে ৷ পরের দিন আবার তার উল্টো অবস্থানে গিয়ে বললেন, সংশ্লিষ্ট বিলে তিনি সই করেননি ৷ আর রাজ্যপালের এই ধরনের কাজকর্মে বিভ্রান্ত হচ্ছে রাজ্যের মানুষ ৷’’