পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Satyajit Roy's Characters in Thalassaemia campaigning: থ্যালাসেমিয়া সচেতনতায় শহরজুড়ে সত্যজিতের চরিত্ররা - সত্যজিৎ রায়ের ছবির চরিত্র

আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস (World Thalassaemia Day 2022) উপলক্ষে এই ব্যাধি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে শহরে ব্যবহার করা হচ্ছে সত্যজিৎ রায়ের চরিত্রদের (Satyajit Roy's Characters in Thalassaemia campaigning)৷

Satyajit Roy created Characters to be used for campaigning on Thalassaemia
থ্যালাসেমিয়া সচেতনতায় শহরজুড়ে সত্যজিতের চরিত্ররা

By

Published : May 2, 2022, 9:21 AM IST

কলকাতা, 2 মে: 8 মে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস (World Thalassaemia Day 2022)। সারা বিশ্ব জুড়ে এই ব্যাধির বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে নানা কর্মসূচি নেওয়া হয়ে থাকে । পিছিয়ে থাকে না আমাদের শহর কলকাতাও (Satyajit Roy's Characters in Thalassemia campaigning)। শহরের এক অতি পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন 'সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন'ও শামিল হয় এমনই বিশাল কর্মযজ্ঞে ।

সারা বছর ধরে এই সংগঠন নানা সচেতনতামূলক কাজ করে । চলতি বছর 3 মে থেকে শুরু হচ্ছে তাদের নানাবিধ কর্মসূচি । তবে সব থেকে চমকপ্রদ এ বছরের সচেতনতার প্রচার পরিকল্পনা । শহরজুড়ে থ্যালাসেমিয়া সচেতনতায় নেমেছেন সত্যজিৎ রায়ের ছবির চরিত্রেরা । 'দেবী'র শর্মিলা ঠাকুর, 'জলসাঘর'-এর ছবি বিশ্বাস, 'মহানগর'-এর মাধবী মুখোপাধ্যায়, 'গুপি গাইন বাঘা বাইন'-এর রবি-তপেশ, 'সোনার কেল্লা'র সৌমিত্র, 'আগন্তুক'-এর উৎপল দত্ত-সহ আরও অনেকে ।

প্রচারে ঘরে-বাইরে

প্রচারে এই চরিত্রেরা থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতার নানা কথা বলছেন । কখনও ছবির থিম আবার কখনও সংলাপ মাথায় রেখে বানানো হয়েছে নানা রকমের স্লোগান । ঠিক যেন এই চরিত্র গুলো আমাদের মতো রক্ত মাংসের মানুষ হয়ে পথে নেমেছে ।

সচেতনতায় অপু

আরও পড়ুন:KIFF 2022 : ফিল্ম ফেস্টিভ্যালে সত্যজিৎ-স্বাতীলেখাদের স্মরণে ভিড় জমল গগনেন্দ্র শিল্প প্রদর্শশালাতেও

2 মে সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী পার হতে চলেছে । বলাবাহুল্য, তিনি শিশুদের জন্য অনেক কাজ করেছেন । গল্প লেখা থেকে শুরু করে, ছবি বানানো, সন্দেশ পত্রিকার সম্পাদনা, নানা রকম ইলাসট্রেশন করা । অথচ একটু অসচেতনতার জন্য সেই শিশুরাই থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয় । সংস্থার তরফে এই উদ্যোগের অন্যতম কারণ, সেই সব থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়ে বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতাকে স্মরণ ।

সচেতনতায় অপু

'সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন'-এর সম্পাদক সঞ্জীব আচার্য জানান, "সত্যজিতের ছবি এবং তার চরিত্রগুলো ভীষণ জনপ্রিয় । এই ধরনের চরিত্রগুলোকে যদি প্রচারের মাধ্যমে আনা যায়, তাহলে লোকের চোখে বেশি করে পড়বে । সে ক্ষেত্রে সচেতনতা বাড়ানোর আমাদের যে লক্ষ্য সেটা সফল হবে । সত্যজিৎ রায় তাঁর সৃষ্টিতে অমর । এখানে তাঁর সৃষ্টি সমাজে থ্যালাসেমিয়ার মতো একটা ব্যাধির সচেতনতার অংশ হয়ে উঠেছে । ডাক্তারদের সম্মাননা প্রদান করা হবে। যার নামকরণ করা হয়েছে 'জীবনদেবতা সম্মান'। থাকবে রক্তদান শিবির সহ নানা কর্মসূচি ।" কিংবদন্তির জন্মশতবর্ষ উদযাপনে এমন এক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় (Satyajit Roy created Characters to be used for campaigning on Thalassaemia)।

ABOUT THE AUTHOR

...view details