পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সারদার টাকা ED-কে ফেরালেন শতাব্দী

আজ তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায় সারদার কাছ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়া পুরো টাকাটাই ED-কে ফিরিয়ে দিয়েছেন । সূত্রের খবর তিনি কর বাদ দিয়ে ওই টাকা ফিরিয়ে দিয়েছেন ।

Satabdi Roy

By

Published : Sep 4, 2019, 1:38 PM IST

Updated : Sep 4, 2019, 1:56 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর : সারদার টাকা ফিরিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায় । শতাব্দী সহ তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা-নেত্রী সারদা কম্পানির কাছ থেকে বিভিন্ন খাতে টাকা নিয়েছেন বলে অভিযোগ । বিষয়টির তদন্তে নেমে শতাব্দী সহ ওই নেতা-নেত্রীদের জেরায় ডাকে CBI ও ED ।

শতাব্দীর দাবি, তিনি সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন । সেই সূত্রে তিনি সারদার কাছ থেকে কিছু টাকা পেয়েছিলেন । এ নিয়ে তাঁকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার জেরার মুখে পড়তে হয়েছিল । আজ তিনি সারদার কাছ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পাওয়া পুরো টাকাটাই ED-কে ফিরিয়ে দিয়েছেন । সূত্রের খবর তিনি কর বাদ দিয়ে ওই টাকা ফিরিয়ে দিয়েছেন ।

2012 সালে মিঠুন চক্রবর্তী সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ ছাড়লে সেই পদ গ্রহণ করেন শতাব্দী রায় । তদন্তকারীদের জেরায় শতাব্দী রায়ের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টি সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায় স্বীকার করে নেন । জানা গেছে, শতাব্দীর সঙ্গে বার্ষিক প্রায় 50 লাখ টাকার চুক্তি হয়েছিল সারদার । সেই সূত্রেই জিজ্ঞাসাবদ করতে ED-র তরফে জুলাই মাসে তলব করা হয় তৃণমূল সাংসদকে ।

অভিযোগ, শুধু ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়াই নয়, নিজের প্রভাব কাজে লাগিয়ে সারদাকে বেশকিছু সুযোগও পাইয়ে দিয়েছিলেন শতাব্দী । প্রভাব খাটিয়ে সারদা মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট সোমনাথ দত্তকে রেলওয়ে ইউজ়ার্স কনসাল্টেটিভ কমিটিতে (DRUCC, হাওড়া ব্রাঞ্চ) ঢোকানোর অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে । সাংসদ কোটাতেই তিনি ওই কমিটির সদস্য হয়েছিলেন বলে সূত্রে খবর । এই সব খবর সামনে আসার পর জুলাই মাসে সারদার টাকা ফেরাতে চেয়ে ED-কে চিঠি লিখেছিলেন শতাব্দী রায় ।

Last Updated : Sep 4, 2019, 1:56 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details