কলকাতা, 9 ডিসেম্বর: রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করছিল সরকারি কর্মচারী সংগঠন । পাশাপাশি, DA নিয়ে 'স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (SAT) রায়কে পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছিল রাজ্যও । এই দুই বিষয়কে নিয়ে আগামী 8 জানুয়ারি SAT চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেই মনে করছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন 'কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ।'
আজ শুনানি চলাকালীন SAT-এর বিচারকদের বক্তব্য থেকে এমনটাই বোঝা গেছে বলে জানালেন মামলাকারী কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় । প্রায় আড়াই বছর ধরে মামলা চলার পরে অবশেষে গত 26 জুলাই কেন্দ্রীয় হারে DA প্রাপ্তির রায় দিয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল । SAT-র দুই বিচারপতি রঞ্জিত বাগ এবং সুবেশ দাস জানিয়ে দিয়েছিলেন, 'কনজিউমার প্রাইস ইনডেক্স'-এর ভিত্তিতে গোটা দেশে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হয় । রাজ্য সরকারের ক্ষেত্রেও একই নিয়ম মানতে হবে । বছরে দুটি কিস্তিতে দিতে হবে মহার্ঘ ভাতা । বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে । এছাড়াও সরকারি কর্মচারীদের পক্ষে রাজ্যকে আরও একগুচ্ছ নির্দেশিকা দিয়েছিল SAT।