পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Police Constable Recruitment: রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা বাতিল করার নির্দেশ দিল স্যাট - রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা বাতিল করার নির্দেশ স্যাট-এর

2020 সালের অক্টোবরে এই নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Police Recruitment Board) ৷

Police Constable Recruitment
রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা বাতিল করার নির্দেশ স্যাট-এর

By

Published : Jan 28, 2022, 11:02 PM IST

কলকাতা, 28 জানুয়ারি: নিয়োগে সংরক্ষণ নীতি না-মানার অভিযোগে 2019 সালের রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের (Police Constable Recruitment) চূড়ান্ত মেধা তালিকা বাতিল করার নির্দেশ দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা স্যাট (SAT)। শুক্রবার স‍্যাটের বিচারবিভাগীয় সদস্য সৌমিত্র পালের ডিভিশন বেঞ্চ এই নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা বা প্যানেল বাতিল করে পুনরায় প্যানেল তৈরি করার নির্দেশ দিয়েছে ।

2019 সালে 8419টি পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড । 2020 সালের 15 অক্টোবর পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করে বোর্ড । সেই তালিকার ভিত্তিতে ইতিমধ্যেই 1871 জন চাকরিতে যোগ দিয়েছেন এবং তাঁদের ট্রেনিং চলছে । কিন্তু এই নিয়োগে সংরক্ষণ নীতি মানা হয়নি, এই অভিযোগ তুলে একাধিক চাকরিপ্রার্থী মামলা দায়ের করেন স‍্যটে ।

আরও পড়ুন : ঢাকুরিয়ায় অগ্নিকাণ্ড, মৃত 1

মামলাকারীদের তরফের আইনজীবীর সুবির সান্যাল জানিয়েছেন, মূলত সংরক্ষণ নীতিতে গন্ডগোল থাকার জন্যই এই প্যানেল বাতিল করা হয়েছে । সংরক্ষিত ক্যাটেগরি ভুক্ত প্রার্থীরা জেনারেল ক্যাটাগরিতে সুযোগ পেয়ে যাওয়ার জন্যই এই প্যানেল বাতিল করা হয়েছে । কারণ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়স বা অন্যান্য ক্ষেত্রে সংরক্ষণের সুযোগ পান, তাঁদের সংরক্ষিত সিটেই চাকরি পাওয়ার কথা । কিন্তু এই নিয়ম এখানে চূড়ান্তভাবে লঙ্ঘণ করা হয়েছে বলেই এই প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে স্যাট । মামলাকারীরা কলকাতা হাইকোর্টে এই প্যানেল বাতিলের আবেদন জানিয়েছিলেন । কিন্তু হাইকোর্ট স্যাটকে দ্রুত মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিল ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details