পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লোকসানে চলা চ্যানেল 6 কোটিতে কেন কিনলেন সুদীপ্ত ? শুভাপ্রসন্নকে প্রশ্ন ED-র - Subhaprasanna go to ED office kolkata branch

সারদা চিটফান্ড মামলায় CBI-এর পর এবার ED জেরা করল চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে ৷ আজ সকালে ED দপ্তরে হাজিরা দেন শিল্পী ৷

ED-র দপ্তরে শুভাপ্রসন্ন

By

Published : Aug 2, 2019, 3:00 PM IST

বিধাননগর, 2 অগাস্ট : CBI-এর পর এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) জেরা করল শুভাপ্রসন্নকে ৷ সারদা চিটফান্ড মামলায় আজ সকালে সল্টলেকের ED দপ্তরে হাজির হন শাসকদল ঘনিষ্ঠ শিল্পী ৷

কেন সুদীপ্ত সেন লোকসানে চলা চ্যানেল ছয় কোটি টাকায় কিনলেন? চ্যানেল কেনার ক্ষেত্রে সমস্ত অর্থনৈতিক নিয়ম মেনে চলা হয়েছিল কি না? শুভাপ্রসন্নর আর্ট একরে আর্থিক অনুদান দিয়েছিলেন সারদার কর্ণধার ৷ সেই অনুদানের কথা কেন গোপন করেন শিল্পী ? আজ এ সমস্ত বিষয়ে ED-র আধিকারিকরা শুভাপ্রসন্নকে প্রশ্ন করেন ৷ যদিও আজকের ED-র তলব নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান শুভাপ্রসন্ন ৷

আরও পড়ুন : সারদা মামলায় এবার CBI-র তলব শুভাপ্রসন্ন ও শিবাজী পাঁজাকে

ED-র অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি নিলামের ক্ষেত্রেও শুভাপ্রসন্নর ভূমিকা ছিল ৷ সংস্থা সূত্রে খবর, দেবকৃপা নামের একটি সংস্থার তত্ত্বাবধানে একটি চ্যানেল চালাতেন শুভাপ্রসন্ন ৷ সেই চ্যানেল লোকসানে চললেও সেখানে আবারও তিন কোটি টাকা বিনিয়োগ করা হয় ৷ এর কিছুদিনের মধ্যেই সারদাকর্তাকে ছয় কোটি টাকায় শুভাপ্রসন্ন চ্যানেলটি বিক্রি করে দেন ৷ এর আগেও গত 5 জুলাই CBI সারদা চিটফান্ড নিয়ে শাসকদল ঘনিষ্ঠ এই শিল্পীকে জেরা করেন ৷ তখন অবশ্য শিল্পী দাবি করেছিলেন, CBI কিছু বিষয় নিয়ে জানতে চেয়েছিল, তা জানিয়েছেন ৷ সব সমস্যা মিটে গেছে ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details