পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিপর্যয় কাটেনি এখনও, সতর্কতা আবহাওয়া দপ্তরের - বর্ধমান

আমফানের দাপট চলছে এখনও ৷ এরই মাঝে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, আমফান থাকবে আগামীকাল অবধি ৷ সুপার সাইক্লোন থেকে অতি শক্তিশালী সাইক্লোনিক ঝড়ে পরিণত হয়েছে আমফান ৷

সঞ্জীব বন্দ্যোপাধ্যায়
সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

By

Published : May 20, 2020, 10:28 PM IST

কলকাতা, 20 মে: বিপর্যয় কেটে যায়নি, কলকাতায় এখনও চলবে ঝড়-বৃষ্টি, এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷

তিনি জানান, ‘‘185 কিমি বেগে স্থলভাগে প্রবেশ করেছে সাইক্লোন আমফান ৷ আগামীকাল অর্থাৎ, 21 তারিখ পর্যন্ত সাইক্লোন স্টেটাস বজায় রাখবে আমফান ৷ নদিয়া, মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে আগামীকাল সকালে ৷ এর ফলে সীমান্ত পার্শ্ববর্তী অঞ্চলে মূলত নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর 24 পরগনায় বৃষ্টিপাত হবে ৷’’

আগামীকাল নদিয়া ও মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানালেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘আজ রাত থেকে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ আপাতত ঝোড়ো হাওয়া বজায় থাকবে ৷ হাওয়ার গতিবেগ 8 ঘণ্টা পরে ধীরে ধীরে কমবে ৷’’

জেলাগুলিতে কতটা প্রভাব থাকবে আমফানের ? এ বিষয়ে তিনি বলেন ‘‘হাওড়া-হুগলিতে 110 থেকে 120 কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া ৷ বর্ধমান ও সংলগ্ন এলাকায় 80 থেকে 90 কিমি বেগে ঝোড়ো হাওয়া বজায় থাকবে ৷ পাশাপাশি উত্তাল থাকবে সমুদ্র ৷’’

কলকাতার পরিস্থিতি আলোচনায় তিনি বলেন, ‘‘কলকাতায় এখনও বৃষ্টিপাত চলবে ৷ বৃষ্টিপাতের পরিমাণ ছয় ঘণ্টা পর ধীরে ধীরে কমবে ৷’’

আমফানের দাপটে রাজ্যজুড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, সেই কথা উল্লেখ করে অধিকর্তা বলেন ‘‘ সর্বত্রই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ৷ আমরা সর্বদা চেষ্টা করি যে কোনও বিপর্যয় সম্পর্কে যতটা সম্ভব আগাম সতর্কতা জারি করতে ৷ এইবারও আগাম সতর্কতায় বেশ কিছু ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে ৷ যতদিন যাচ্ছে, বিপর্যয়ের সংখ্যা বাড়ছে ৷ তবে মৃতের সংখ্যা কমছে, সেটি সম্ভব হচ্ছে সকলের যৌথ প্রয়াসের ফলে ৷’’ রাত সাড়ে দশটা পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে 124 মিলিমিটার । সারা রাত বৃষ্টি চলবে বলেও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details