কলকাতা, 29 জানুয়ারি:অবস্থা অনেকটাই স্থিতিশীল, তবে সঙ্কট পুরোপুরি কাটেনি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay is stable but not out of danger)। শনিবার দুপুরে প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পীর মেডিক্যাল বুলেটিনে এমনটাই জানানো হয়েছে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ৷ গত বৃহস্পতিবার থেকে বাইপাসের এই বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন নবতিপর শিল্পী ৷
শনিবার দুপুরে মেডিক্যাল বুলেটিনে অ্যাপোলো হাসপাতাল জানিয়েছে, কোভিড সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। অনিয়মিত হৃদস্পন্দন এবং রক্তচাপ ঠিক রাখার জন্য তাঁকে নিয়মিত ওষুধ দেওয়া হচ্ছে। একাধিক ইন্দ্রিয় কাজ না করায় অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি। তবে আপাতত চিকিৎসায় ভালই সাড়া দিচ্ছেন সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ পাশাপাশি শিল্পীর সংজ্ঞা রয়েছে বলেই জানানো হয়েছে হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে।