কলকাতা, 1 ফেব্রুয়ারি: গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার পর এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay Health Update)। মঙ্গলবার বিকেলের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, এখনও তিনি অক্সিজেন সাপোর্টেই রয়েছেন। তবে, মুখ দিয়েই খাবার খাচ্ছেন। রাইস টিউব কাজে লাগছে না তাঁর। শারীরিক সমস্যা পুরোপুরি না মিটলেও স্থিতিশীল তিনি।
উল্লেখ্য, 'পদ্মশ্রী' পুরস্কার প্রত্যাখ্যান করার পরদিনই অসুস্থ হন তিনি। তাঁর এই সিদ্ধান্তকে স্যালুট জানিয়েছে গোটা বাংলা। তাঁর 'ভারতরত্ন' পাওয়া উচিত বলে মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ চলতি বছর 'পদ্মভূষণ' প্রাপ্ত সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খান। তাঁর মতে, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় যে মাপের শিল্পী, 'পদ্মশ্রীর' থেকেও আরও অনেক বেশি সম্মানীয় পুরস্কার প্রাপ্য তিনি। কেন্দ্রের উচিত ছিল কাকে কোন সম্মানে ভূষিত করা হবে, সেই ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে আগে কথা বলে নেওয়া। তিনি মনে করেন, সন্ধ্যা মুখোপাধ্যায়কে 'ভারতরত্ন' দেওয়া উচিত ছিল।