কলকাতা, 15 সেপ্টেম্বর : ATK মোহনবাগানের জার্সি পড়তে চলেছেন সন্দেশ ঝিঙ্গান । ভারতীয় দলের তারকা ডিফেন্ডার কেরালা ব্লাস্টার্সের থেকে রিলিজ় নিয়ে ফ্রি ফুটবলার । ফলে তাঁকে দলে নিতে ISL-র একাধিক ক্লাব আগ্রহী । কেরালা ব্লাস্টার্সের হয়ে 76টি ম্যাচে প্রতিনিধিত্ব করা তারকা ডিফেন্ডারের এখনও দুই বছরের চুক্তি রয়েছে । তবে তিনি অনেক আগেই দলবদলের ইচ্ছার কথা বলেছিলেন ।
"ঝিঙ্গান এখনও ATK-মোহনবাগানের পক্ষে সই করেননি । তবে চুড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে," বলেছেন তারকা ডিফেন্ডারের ঘনিষ্ঠ ব্যক্তি । ভারতীয় দলের হয়ে আর্ন্তজাতিক ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করা সন্দেশ ঝিঙ্গান বিদেশের ক্লাবে খেলার চেষ্টা করছেন । নতুন সেটাই তাঁদের পাখির চোখ । কিন্তু প্যআনডেমিক পরিবেশে বিদেশের ক্লাবে খেলার সম্ভাবনা ক্ষীন হতেই সন্দেশ ঝিঙ্গান এবার দেশের ক্লাবে নজর দিয়েছেন।